জেল কোড মেনেই খালেদার ইফতারের ব্যবস্থা করা হচ্ছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে দণ্ডিত অপরাধী হওয়ায় জেল কোড মেনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।
কাদের বলেন, “এতে যদি মনে করেন, বেগম জিয়া কষ্ট পাচ্ছেন, আমরা অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবো।”
আজ (২৯ মে) আগারগাঁওয়ে ঢাকা মাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) একটি সাইট অফিসে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, “ইফতার একটি ধর্মীয় বিষয়। ইফতারে বেশিরভাগ মানুষ খুব বেশি টাকার খাবার সামগ্রী গ্রহণ করে না।”
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কাদের আরও বলেন, “এই ৩০ টাকার ইফতারে যদি বেগম জিয়া অসন্তুষ্ট হন বা এটা তার চাহিদার তুলনায় একেবারেই কম হয়, তাহলে আমরা কর্তৃপক্ষকে বলতে পারি, তারা যেন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেন। অহেতুক এটা নিয়ে রাজনীতি করবেন না।”
Comments