সমাজ যাদের ‘বাতিল’ মনে করে এটি তাদের গল্প

“ঈদের সময় শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি মুক্তি দেওয়ার সাহস কেউ করেন না। সেই সময়ে ‘আবার বসন্ত’ মুক্তি দেওয়া সাহসের কাজই বটে। পরিচালক অনন্য মামুন এই সাহসী পদক্ষেপটি নিয়েছেন। এমন আরও গল্পের ছবিগুলো আমাদের সিনেমা অঙ্গনে সুবাতাস বয়ে আনবে”- ছবির উদ্বোধনী প্রদর্শনীতে কথাগুলো বলছিলেন অভিনেতা তারিক আনাম খান। তিনি ‘আবার বসন্ত’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন।
Abar Basanta
তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। ছবি: সংগৃহীত

“ঈদের সময় শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি মুক্তি দেওয়ার সাহস কেউ করেন না। সেই সময়ে ‘আবার বসন্ত’ মুক্তি দেওয়া সাহসের কাজই বটে। পরিচালক অনন্য মামুন এই সাহসী পদক্ষেপটি নিয়েছেন। এমন আরও গল্পের ছবিগুলো আমাদের সিনেমা অঙ্গনে সুবাতাস বয়ে আনবে”- ছবির উদ্বোধনী প্রদর্শনীতে কথাগুলো বলছিলেন অভিনেতা তারিক আনাম খান। তিনি ‘আবার বসন্ত’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন।

গতকাল (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর বলাকা সিনেমা হলে হয়ে গেলো অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন তারিক আনাম খান ও স্পর্শিয়াসহ সাইমন সাদিক, নিরব, আঁচল, আঁখি, বিপাশা কবিরসহ আরও অনেকেই।

অসম প্রেমের গল্প ‘আবার বসন্ত’। ছবিটির গল্পে ৬৫ বছর পেরিয়ে আসা মানুষের আবার বসন্তে ফেরার আকুতি দেখানো হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান আর তার ২৫ বছরের প্রেমিকার চরিত্রে রয়েছে অর্চিতা স্পর্শিয়া।

‘আবার বসন্ত’ সমাজের এমন কিছু মানুষের গল্প যাদেরকে আমরা সমাজে ‘অচল’ বলে মনে করি। অনেকে আবার তাদেরকে সমাজের বোঝা মনে করেন। মনে করি, তাদের জীবনে বসন্ত বলে কিছু নেই- এটি আসলে তাদেরই গল্প।

‘আবার বসন্ত’ ছবিটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন অনেকেই।  

ছবিটির পরিচালক অনন্য মামুন বলেন, “এই ‘আবার বসন্ত’ ছবিটি আমরা সিনেপ্লেক্সগুলোতে দেখাতে চাই। এর বাইরে ভালো পরিবেশের কিছু সিনেমা হলেও ছবিটি মুক্তি পাবে। সুন্দর পরিবেশে সুন্দর গল্প সত্যিই উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।”

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, করভি মিজান, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালিদ প্রমুখ।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

14m ago