ওয়ানডেতে ৫০০ রান করার সামর্থ্য রয়েছে ক্যারিবিয়ানদের!
৫০ ওভার পুরো খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, তার পরও স্কোরবোর্ডে রান তুলেছে চারশর বেশি। যে ধারায় ক্রিকেট খেলে দলটি তাতে এর চেয়েও বড় কিছু আশা করতেই পারে তারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হয়তো তারাই করতে পারে প্রথমবারের মতো ৫০০ রান। ইংলিশ কন্ডিশনে বর্তমান উইকেটগুলোর প্রেক্ষাপটে খুব অসম্ভবও নয়। দলের অন্যতম সেরা তারকা শেই হোপ ও কার্লোস ব্র্যাথওয়েট বলছেন এমনটাই।
আগের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছেন শেই হোপ। আর কিউই বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ফিফটি করেছেন আন্দ্রে রাসেল। তাতে রান উঠেছে ৪২১। আর আলোচনা চলছে ক্যারিবিয়ান দলের সামর্থ্য রয়েছে ওয়ানডে ক্রিকেটে ৫০০ রান করার। হোপও বিশ্বাস করেন এমনটা। যদিও এমন লক্ষ্যে ব্যাট করেন না বলেই জানালেন তিনি, 'এটা আমাদের লক্ষ্য নয়, তবে অবশ্যই কোন একটা সময় আমরা এটা পূরণ করবো। অবশ্যই এটা খুব দারুণ হবে যদি প্রথম দল হিসেবে আমরা ৫০০ রান করতে পারি। আমি নিশ্চিত এটা করার জন্য আমাদের ব্যাটসম্যানদের সে সামর্থ্য রয়েছে।'
হোপের মতো প্রায় একই সুরে কথা বললেন সতীর্থ কার্লোস ব্র্যাথওয়েট। ওয়ানডে ক্রিকেটে ৫০০ করার মতো ব্যাটিং সামর্থ্য রয়েছে জানিয়ে বললেন, 'যদি আপনি বলেন যে আমাদের সে সামর্থ্য আছে কি না, তবে অবশ্যই বলব যে আমরা অবশ্যই সক্ষম। অবশ্যই আমরা পারি। যাই হোক, অনেকে ব্যাটিংয়ের গভীরতা ১০-১১ নম্বর পর্যন্ত নেই যা আমাদের আছে।'
তবে ৫০০ রান করার জন্য দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাসেলকেই রাখতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকেই (আইপিএল) দুর্দান্ত ছন্দে আছেন এ অলরাউন্ডার। ২৫ বলে করেছেন ৫৪ রান। উইকেটে আর কিছুক্ষণ থাকতে পারলে হয়তো সাড়ে ৪০০ এর বেশি রান করতে পারতো ক্যারিবিয়ানরা।
এছাড়াও ছন্দে ফিরেছেন ক্রিস গেইল। এর বিপক্ষে দারুণ খেলেছেন তিনি। ছন্দে থাকলে এ দানব কি করতে পারেন তা কম বেশি সব দলই জানে। বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনি। এছাড়াও এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ রয়েছে তাদের টনটনের মতো ছোট মাঠে। তাই ওয়ানডে ক্রিকেটে ৫০০ রান হয়তো এবারই দেখতে পারে ক্রিকেট বিশ্ব।
Comments