ইনজামাম-আর্থারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে পিসিবির

বিশ্বকাপ দল নিয়ে বেশ কয়েকবারই কাটছেরা করেছে পাকিস্তান দল। তারপরও সম্পূর্ণ ফিট দল এখনও পায়নি তারা। পাকিস্তানি গণমাধ্যমের খবর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের ব্যাকআপ হিসেবে আরও তিন জন খেলোয়াড়কে উড়িয়ে নিচ্ছে দলটি। তাতে প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও কোচ মিকি আর্থারের সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে তারা যাই করেন না কেন তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ছবি: এএফপি

বিশ্বকাপ দল নিয়ে বেশ কয়েকবারই কাটছেরা করেছে পাকিস্তান দল। তারপরও সম্পূর্ণ ফিট দল এখনও পায়নি তারা। পাকিস্তানি গণমাধ্যমের খবর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের ব্যাকআপ হিসেবে আরও তিন জন খেলোয়াড়কে উড়িয়ে নিচ্ছে দলটি। তাতে প্রধান নির্বাচক ইনজামাম উল হক ও কোচ মিকি আর্থারের সমালোচনায় মেতেছেন অনেকেই। তবে তারা যাই করেন না কেন তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের মাঠ বরাবরই পয়া পাকিস্তানের জন্য। এ মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দলটি, জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। এছাড়া ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালিস্ট দলটি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইংলিশদের মাটিতে সময়টা ভালো যাচ্ছে না তাদের। ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ তো হয়েছেই, এরপর প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি দলটি। তাতে অনেক প্রশ্নও উঠেছে। দল নির্বাচন নিয়েও সমালোচনা কম নেই। কিন্তু দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পূর্ণ সমর্থন পাচ্ছে দলটি।

গুঞ্জন উঠেছে হুট করে দলে পরিবর্তন আনা নাকি পছন্দ হয়নি পিসিবির। তার উপর আবার বাদ পড়া আবেদ আলী ও ফাহিম আশরাফের সঙ্গে মোহাম্মদ রেজওয়ানকে নাকি স্ট্যান্ড বাই হিসেবে ইংল্যান্ডে চেয়েছেন ইনজামাম-আর্থাররা। এ নিয়ে সমালোচনা। তাই সব সমালোচনার উত্তর দেয় পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'এ সময় পুরো দেশ এবং পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা জাতীয় দলের পাশেই আছে। কিছু পশ্চাদগামী সংবাদ ও গল্প আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের ক্যাম্পে অনর্থক ঝামেলা তৈরি করছে। প্রধান নির্বাচক, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি পিসিবির পূর্ণ সমর্থন রয়েছে। পিসিবি আরও জানাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্টের সঙ্গে কোন আলোচনা বা সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি।'

আগামীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে পাকিস্তান। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে নাও পারেন শেষ মুহূর্তে ডাক পাওয়া পেসার মোহাম্মদ আমির।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago