পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ: দুই ‘আনপ্রেডিক্টেবলের’ লড়াই

holder and sarfraz
ছবি: আইসিসি মিডিয়া টুইটার পেজ

শিরোপার লড়াইয়ে কেউ তাদের এগিয়ে রাখছে না। সেরা তিন কিংবা চারেও থাকছে না তাদের নাম। কিন্তু নিজেদের দিনে যে কাউকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে তারা। সে বিশ্ব চ্যাম্পিয়নই হোক কিংবা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলই হোক! বলা হচ্ছে, দুই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কথা।

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আজ (৩১ মে) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

ঠিক বিপরীতমুখী অবস্থানে থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে দুদল। টানা ১০ ম্যাচ হারের ধাক্কা সঙ্গে নিয়ে ক্রিকেটের মহাযজ্ঞে পা রাখছে সরফরাজ আহমেদের পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও পেরে ওঠেনি দলটি।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আছে ফুরফুরে মেজাজে। ওই ম্যাচে জেসন হোল্ডাররা তুলেছিলেন চারশর বেশি রান। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে না খেলা ক্রিস গেইল-আন্দ্রে রাসেলরা ফিরেছেন দলে। তাতে উইন্ডিজের শক্তির কামানে যোগ হয়েছে নতুন গোলা।

তবে আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের রেকর্ড বেশ সমৃদ্ধ। সবশেষ ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিলো তারা। যদিও ওই আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানিতে ছিলো দলটি।

চোখ থাকবে যাদের ওপর:

ফিটনেস ঘাটতির শঙ্কা কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন মোহাম্মদ আমির। বাঁহাতি এই তারকা পেসারের ওয়ানডে অভিষেক হয়েছিলো ২০০৯ সালে। তবে ম্যাচ ফিক্সিংয়ের জড়িয়ে পাওয়া নিষেধাজ্ঞার কারণে ২০১১ ও ২০১৫ আসরে খেলতে পারেননি তিনি। এবারে বিশ্বকাপে খেলার পরম আরাধ্য স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমিরের। তার সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও অভিজ্ঞতা আর দক্ষতায় ঘাটতি নেই। সেগুলোকে পুঁজি করে যেকোনো সময়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন তিনি।

ব্যাটে-বলে সমান পারদর্শী আন্দ্রে রাসেলের জুড়ি মেলা ভার! সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই উইন্ডিজ অলরাউন্ডার ছিলেন বিধ্বংসী ফর্মে। ব্যাট হাতে তুলেছিলেন ঝড়। কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ফর্মের ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। মাত্র ২৫ বলেই করেছিলেন ৫৪ রান।

কন্ডিশন:

আবহাওয়ার পূর্বাভাস বলছে, নটিংহ্যামের আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে-মধ্যে হয়তো উঁকি দেবে সূর্য। তবে তা কেবল ক্ষণিকের জন্য! তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। আকাশ মেঘলা থাকলে দেখা মিলবে পেসারদের সুইং শৈলীর।

পরিসংখ্যান:

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে হার-জিতের সংখ্যা বিবেচনা করলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যোজন যোজন দূরত্ব! বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি।

ম্যাচ: ১৩৩

ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৭০

পাকিস্তান জয়ী: ৩০

টাই: ৩

বিশ্বকাপ পরিসংখ্যান:

ম্যাচ: ১০

ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৭

পাকিস্তান জয়ী: ৩

সম্ভাব্য একাদশ:

পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ/ইমাদ ওয়াসিম, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি, ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, ওশানে থমাস।

আরও পড়ুন:

মরগানের উত্তেজনা, মরগানের স্বস্তি

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

1h ago