পাটুরিয়ায় বেড়েছে ছোট গাড়ির চাপ

Paturia ferryghat
৩১ মে ২০১৯, মানিকগঞ্জের পাটুরিয়ায় ছোট গাড়ির দীর্ঘ সারি। ছবি: সংগৃহীত

নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাড়ি দেওয়ার জন্য ছুটে আসছেন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে।

আজ (৩১ মে) সকাল ৯টার দিকে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাট এলাকায়।

যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকলেও ছোট গাড়ির (প্রাইভেট কার) চাপ পড়েছে ঘাট এলাকায়। পাঁচ নম্বর ঘাটে ছোট গাড়ির দীর্ঘ লাইনে থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর মিলছে ফেরি পারাপারের কাঙ্ক্ষিত টিকিট।

একজন যাত্রী বলেন, “সেহেরি খেয়ে ঢাকা থেকে রওনা হয়েছি। পাটুরিয়াঘাট এলাকায় প্রবেশ করছি সকাল ৮টার দিকে এখনও লাইনে বসে আছি। আশা করছি, কিছু সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারবো।”

আরেকজন যাত্রী বলেন, “আমি বরিশাল যাবো তাই সকালে পাটুরিয়াঘাটে এসে পৌঁছেছি। মহাসড়কে তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি কিন্তু বাথুলী এলাকায় কিছুটা যানজটের মধ্যে পড়েছিলাম। সেখানে বেশ সময় নষ্ট হয়েছে।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, “ভোর থেকে ছোট গাড়ির (প্রাইভেট কার) চাপ একটু বেশি তবে যাত্রীবাহী পরিবহনের চাপ এখনো বাড়েনি। যাত্রীবাহী পরিবহনের চাপ কম থাকায় পণ্যবোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।”

দুপুরের পর বহরে আরও একটি ফেরি যোগ হবে বলেও জানান এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago