আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে পেতে আশাবাদী অস্ট্রেলিয়া
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার খেলতে পারবেন কি পারবেন না? এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। ডান পায়ের ঊরুর ব্যথা এখনও পুরো কমেনি তার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সূত্র ধরে আইসিসির ওয়েবসাইটে জানানো হয়েছে ঝুঁকিটা নেবে অসিরা। ম্যাচের আগে এ ওপেনার ঠিকই সুস্থ হবেন বলে আশা করছে দলটি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর থেকেই ঊরুতে ব্যথা অনুভব করছিলেন ওয়ার্নার। তাই শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ প্রস্তুতি ম্যাচে ছিলেন বিশ্রামে। ব্যথার তীব্রতায় শেষ কয়েকদিনই অনুশীলন করেননি তিনি। তবে আশার কথা আগের দিন নেটে ব্যাটিং করেছেন এ তারকা। যদিও ফিল্ডিং অনুশীলন করেননি। তবে এতেই প্রত্যাশা বেড়েছে দলটির।
আফগানদের বিপক্ষে যে ফিরতে পারেন ওয়ার্নার তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার, 'সে খেলার জন্য মুখিয়ে আছে। দলের অন্য ১৫ জন খেলোয়াড়ের মতো ঝাঁপিয়ে পড়তে চায়। তবে আমাদের নিশ্চিত করতে হবে সে যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। বিশেষকরে ফিল্ডিংয়ের সময়। তার ব্যাটিং ঠিক আছে। রানিংও অনেকটাই ঠিক আছে। কিন্তু পাশাপাশি দৌড়ানোর সময় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের নিশ্চিত করতে হবে ব্যথাটা যেন বেড়ে না যায়।'
ওয়ার্নারকে পেতে আশাবাদী অস্ট্রেলিয়ার মেডিকেল দলও। হালকা ব্যথা নিয়েই খেলতে পারবেন বলে জানিয়েছেন তারা। ওয়ার্নার দলে ফিরলে ওসমান খাওজা কিংবা শন মার্শকে জায়গা ছেড়ে দিত হতে পারে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন খাওজা। ৮৯ রানের ইনিংস খেলেন। শুধু তাই নয়, ২০১৯ সালে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরারও তিনি। মার্শ অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যর্থ হয়েছেন। তবে এখনি দল নির্বাচন করেননি বলেই জানিয়েছেন ল্যাঙ্গার।
বল টেম্পারিং কাণ্ডে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মার্চে। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে পারেননি কোন আন্তর্জাতিক ম্যাচ। অবশ্য আইপিএলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। মাত্র ১২ ম্যাচেই সে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ধারাবাহিকতা ধরে রেখে দারুণ খেলেছেন প্রস্তুতি ম্যাচেও।
Comments