বাংলাদেশের ‘এক্স-ফ্যাক্টর’ গোপন রাখলেন ওয়ালশ

courtney walsh
ছবি: বিসিবি

বিশ্বকাপের প্রথম দিনেই পেসের ঝাঁজে মাত করে আলো কেড়েছেন জোফরা আর্চার। যাকে ইংল্যান্ডের এক্স—ফ্যাক্টর বলতে দ্বিমত নেই কারো। বাংলাদেশের ভাণ্ডারে কি এমন কোন এক্স-ফ্যাক্টর আছে? ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে রহস্য রেখে দিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তাই আর্চারের অ্যাকশন নিয়েও অতোটা কাঁটাছেড়া হয়নি বলেই না কী তার এমন দাপট! আগের দিন (৩০ মে) ম্যাচে হেরে এমনটাই বলছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি।

সেই ডু প্লেসির দলের  বিপক্ষেই রোববার (২ জুন) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর্চারের মতো প্রোটিয়াদের ভড়কে দেওয়া অস্ত্র কি বাংলাদেশের আছে? উত্তরে ওয়ালশ বলতে চাইলেন, থাকলেই বা বলতে যাবে কেন বাংলাদেশ,  ‘এটা আমাদের গোপন অস্ত্র। আমরা চাইব না প্রতিপক্ষ এটা আগে থেকে জানুক, কারণ জানলে তো তাকে টার্গেট করে ফেলবে। আমাদের কিছু দারুণ খেলোয়াড় আছে। নিজেদের দিনে যারা মোড় ঘুরিয়ে দিতে পারে।’

কারো নাম না নিলেও পুরো দলের ভেতরকার উত্তাপ জানাতে অবশ্য কার্পণ্য করছেন না ওয়ালশ, ‘আমরা বেশ ভালো দল। খেলোয়াড়রাও পর্যাপ্ত অনুশীলন করে তাগড়া হয়ে আছে। সব শেষ টুর্নামেন্টে মাত করে দিয়ে সবার আত্মবিশ্বাসই তুঙ্গে। আমরা এখন নামব, উপভোগ করব এবং ভালো ক্রিকেট খেলব।’

দলের সবার হাবভাব দেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ কিছুর অপেক্ষায় বাংলাদেশের পেস বোলিং কোচ,  ‘ছেলেরা বেশ ভালো অবস্থায় আছে দেখে আমি ভীষণ খুশি। আপনি দেখবেন সবার শরীরী ভাষাই চাঙ্গা। অনুশীলনও উপভোগ করছে। রোববার দারুণ একটা শুরুর জন্য আমি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।’

Comments

The Daily Star  | English

'Interim govt ready to hand over power to elected representatives'

Chief Adviser Yunus says while addressing a views-exchange meeting with Bangladeshi expats in Kuala Lumpur

2h ago