মানুষের ধারণা ভুল প্রমাণ করবেন মোস্তাফিজ

এই চোট, সেই চোট। মোস্তাফিজুর রহমান একবার সেরে উঠেন তো আবার কাবু হয়ে যান। কব্জির ঝাঁকুনিতে মাঝে মাঝে দেখান চোখ ধাঁধানো কিছু। আবার কখনো এমন মার খান তাকে দেখে মনে হয় বড্ড বিবর্ণ, যেন বা সেরা সময় ফেলে এসেছেন কোন সুদূরে। তবে বিশ্বকাপের আগে শতভাগ ফিট মোস্তাফিজকে দারুণ ছন্দে ফিরতে দেখছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ‘মোস্তাফিজ ফুরিয়ে গেছেন’, কিছু মানুষের এমন ধারণায় বদল আসার আভাস দেখছেন তিনি।
Mustafizur Rahman
মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

এই চোট, সেই চোট। মোস্তাফিজুর রহমান একবার সেরে উঠেন তো আবার কাবু হয়ে যান। কব্জির ঝাঁকুনিতে মাঝে মাঝে দেখান চোখ ধাঁধানো কিছু। আবার কখনো এমন মার খান তাকে দেখে মনে হয় বড্ড বিবর্ণ, যেন বা সেরা সময় ফেলে এসেছেন কোন সুদূরে। তবে বিশ্বকাপের আগে শতভাগ ফিট মোস্তাফিজকে দারুণ ছন্দে ফিরতে দেখছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ‘মোস্তাফিজ ফুরিয়ে গেছেন’, কিছু মানুষের এমন ধারণায় বদল আসার আভাস দেখছেন তিনি।

শুক্রবার সকালে অনুশীলনে নেমেই পুরোদমে বোলিং শুরু করেন মোস্তাফিজ। বেশ কবারই মুশফিকুর রহিমদের ভড়কে দিতে দেখা যায় তাকে। শরীরী ভাষা থেকেও মিলছিল তেতে উঠার ঝাঁজ। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে ফিজের বোলিং পরখ করছিলেন ওয়ালশ। পরে জানিয়েছেন আগের মতই সেরা ছন্দে ফিরছেন এই পেসার।

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে দারুণ বোলিং করেছিলেন। ভারতের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচেও মন্দ যায়নি। প্রতিনিয়ত তার ছন্দে ফেরার আভাস মিলছে। শুক্রবার তো অনুশীলনে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়ার পর ওয়ালশ আর চুপ থাকতে পারলেন না। মোস্তাফিজ যে ঠিক পথেই আছেন, হারিয়ে যাওয়ার অবস্থায় নেই খোলাখুলি জানিয়েছেন তা,  ‘যেদিন সে চোটে পড়ল সেদিন থেকেই আমি বলছি ওর পুরো ছন্দ পেতে কিছুটা সময় লাগবে। যেভাবে তার অগ্রগতি হচ্ছিল সে ঠিক পথেই ছিল। অনেক মানুষ বলছিল সে নাকি আর আগের অবস্থায় ফিরবে না। কিন্তু দেখুন ক্রিকেটে ভাল দিন, খারাপ দিন আসে। কিন্তু মানসিক ও শারীরিক ফিটনেস ফিরলেই সে আগের অবস্থায় আসবে। আত্মবিশ্বাসও ফিরবে, সহজাত প্রতিভাও ফিরবে।’

ত্রিদেশীয় সিরিজের আগে দেশ থেকে গোড়ালিতে নতুন এক চোট নিয়ে এসেছিলেন মোস্তাফিজ। সেই চোট কাটিয়ে ফেরার পর এই পেসারের সেরা সময় দেখতে পাচ্ছেন ওয়ালশ,  ‘তার চোটটা খুব ছোটখাটো কিছু ছিল না। এখন সে ঠিক পথেই আছে। আশা করছি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তাকে সেরা অবস্থায় পাওয়া যাবে।’

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

12h ago