কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী
ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। আজ (১ জুন) দলের নবনির্বাচিত সাংসদরা নেতা বাছাই করতে বৈঠকে বসেন।
সেখানেই দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত হয়।
গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্ণাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এবারের নির্বাচনে তিনি জিততে পারেননি।
লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পরেই, ওয়ার্কিং কমিটিতে নিজের পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এই বৈঠক শুধুমাত্র লোকসভা নির্বাচনের পর প্রথম বৈঠকেই নয়, এই প্রথমবার দলের নেতাদের সামনে আসলেন রাহুল গান্ধী। এবার লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে ৫২টিতে জিতেছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলের পদ পেতে যা আসন প্রয়োজন, তার থেকে তিনটি আসন দূরে রয়েছে কংগ্রেস।
এদিকে, কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ‘বিজেপির সঙ্গে প্রতিদিন লড়বেন’ বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
বস্তুত গত এক সপ্তাহে খুব বেশি বার প্রকাশ্যে আসেননি কংগ্রেসের সভাপতি রাহুল। মাঝে একদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দেখা যায় রাহুল গাড়ি চালাচ্ছেন, সঙ্গে তার প্রিয় কুকুর। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে মা সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের অন্য নেতাদের পাশেই দেখা যায় রাহুলকে।
Comments