ট্রেনের শিডিউল বিপর্যয়, ১৭টির মধ্যে দেরিতে ছেড়েছে ৪টি
ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রথম দিনের মতো চাপ না থাকলেও আজ (১ জুন) শিডিউলের ১৭টি ট্রেনের মধ্যে কমপক্ষে চারটি ট্রেন দেরিতে ছেড়ে যায়।
আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক দেরিতে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করে।
কমলাপুরের রেল স্টেশনের ব্যবস্থাপক আমিনুল হক জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিডিউলের ১৭টি ট্রেন ছেড়ে গেছে। তবে, চারটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হয়েছে।
রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি জানান, গত বৃহস্পতিবার এই ট্রেনটি ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। এর ফলে যেয়ে-আসতে দেরি হওয়ায় আজও সেটি ছাড়তে দেরি হয়।
Comments