রায়না আত্মবিশ্বাসী, এবারও পাকিস্তানকে হারাবে ভারত

বিশ্বকাপ চলবে আর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে কথা হবে না, তা কি হয়! দুদলের মধ্যকার ম্যাচ মাঠে গড়াতে এখনও দুই সপ্তাহের বেশি বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের জার্সিতে ২০১১ বিশ্বকাপের শিরোপা জেতা সুরেশ রায়না আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ধারাবাহিকতা বজায় রেখে এবারও তাদের দল হারাবে পাকিস্তানকে। তবে সেজন্য বিশ্বকাপে ভালো শুরুটা খুব জরুরি।
raina
ছবি: ক্রিকইনফো থেকে নেওয়া

বিশ্বকাপ চলবে আর ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে কথা হবে না, তা কি হয়! দুদলের মধ্যকার ম্যাচ মাঠে গড়াতে এখনও দুই সপ্তাহের বেশি বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের জার্সিতে ২০১১ বিশ্বকাপের শিরোপা জেতা সুরেশ রায়না আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ধারাবাহিকতা বজায় রেখে এবারও তাদের দল হারাবে পাকিস্তানকে। তবে সেজন্য বিশ্বকাপে ভালো শুরুটা খুব জরুরি।

বিশ্বকাপের মঞ্চে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। দুদলের ছয় ম্যাচের সবকটিতে জিতেছে ভারত। ১৯৯২ আসরে সর্বপ্রথম দেখা হয়েছিল তাদের। এরপর ২০০৭ আসর বাদে প্রতিটিতেই পরস্পরকে মোকাবেলা করেছে দুই বৈরি প্রতিবেশী। কিন্তু পাকিস্তানের হারের বৃত্ত ভাঙেনি। বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম রহস্য যেন এটি!

ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামী ১৬ জুন। তার আগে আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে বিরাট কোহলি বাহিনী। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে তারা।

অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখার আগে মোট তিনটি ম্যাচ খেলবে ভারত। রায়নার মতে, এই ম্যাচগুলোতে যদি কোহলিরা জিতে যান তা হলে পাকিস্তান ম্যাচ নিয়ে আর ভাবনা নেই। ভারতীয় গণমাধ্যমের কাছে গতকাল (৩১ মে) তিনি জানান, ‘আমার মনে হয় না পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে এই মুহূর্তে দলের খেলোয়াড়রা কিছু ভাবছে। কারণ আমাদের প্রাথমিক ম্যাচগুলোতে ভালো করতে হবে। আর যদি ওই ম্যাচগুলোতে আমরা জিতে যাই, তবে পাকিস্তান আমাদের জন্য আর কোনো ইস্যু নয়।’

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শতভাগ জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘যদি আমরা শুরুর দিকে হেরে যাই, তবে আমাদের ওপর চাপ পড়বে। কিন্তু যদি ম্যাচগুলো জিতে যাই তা হলে আমার মনে হয় না বিশ্বকাপ রেকর্ডটা ভাঙবে। পাকিস্তান ভারতকে হারাতে পারবে না।’

শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডে পা রেখেছে ভারত। সে জন্য আগে পাড়ি দিতে হবে গ্রুপ পর্বের বাধা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েও রায়না ঘুরেফিরে জোর দিয়েছেন ভালোভাবে আসর শুরু করার ওপর, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড দারুণভাবে শুরু করেছে। আমাদেরও প্রথম তিনটি ম্যাচ জিততে হবে। এটা করতে পারলে আমাদের সেমিফাইনালে খেলা কেউ আটকাতে পারবে না।’

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

19m ago