আবারো বল লাগল স্টাম্পে, অথচ বেল পড়ল না

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এমন এক ঘটনা ঘটেছে। ইংলিশ স্পিনার আদিল রশিদের বল উইকেটে লাগলেও আউট হননি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। কারণ বেল পড়েনি। আসরের তৃতীয় ম্যাচেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বল উইকেটে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে গিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুনারাত্নে।
ছবি: রয়টার্স

চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এমন এক ঘটনা ঘটেছে। ইংলিশ স্পিনার আদিল রশিদের বল উইকেটে লাগলেও আউট হননি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। কারণ বেল পড়েনি। আসরের তৃতীয় ম্যাচেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বল উইকেটে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে গিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুনারাত্নে।

ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলের কথা। বোল্টের বলে কোণাকোণি কাট করতে চেয়েছিলেন কারুনারাত্নে। মিস করলেন। তবে স্টাম্প মিস করেনি। হালকা চুমু খেয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছে বিষয়টি। এমনকি আল্ট্রা এজেও প্রমাণ মিলেছে। কিন্তু বেল না পড়ায় টিকে গেছেন কারুনারাত্নে।

আধুনিক ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। সাধারণ বেলের চেয়ে এলইডি বেল কিছুটা ভারি থাকে। আর তাই মাঝে মধ্যেই এমন ঘটনা দেখা যায়। সদ্য শেষ হওয়া আইপিএলেও ঘটেছে দুইবার। দুইবারই ভাগ্যবঞ্চিত হয়েছে রাজস্তান রয়েলস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ধবল কুলকার্নি বল ক্রিস লিনের ব্যাটে লেগে স্টাম্পে লাগলেও বেল পড়েনি। মজার ব্যাপার সেদিন উইকেটরক্ষক ছিলেন বাটলার। সেদিনও তার গ্লাভস ছুঁয়ে বাউন্ডারির পার হয়ে যায় বল। এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও একই ঘটনা। জোফরা আর্চারের বলে এম এস ধোনির পায়ে লেগে বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি।

এই ইংল্যান্ডেও এমন উদাহরণ রয়েছে গত চ্যাম্পিয়ন্স লীগে। ২০১৭ সালের ফাইনালে এমন ঘটনা ঘটেছে। জাসপ্রিত বুমরাহর বল আঘাত লেগেছিল স্টাম্পে। কিন্তু বেল না পড়ায় সেবার বেঁচে যান পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

এমন ঘটনা আছে গত বিশ্বকাপেও। ২০১৫ বিশ্বকাপেই ঘটেছে দুইবার। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরেতের ম্যাচের একাদশ ওভারে পেসার আমজাদ জাভেদের বল আঘাত লাগে স্টাম্পে। উইকেটে তখন ছিলেন এড জয়েস। বেল না পাওয়ায় জীবন পান তিনি। এরপর কোয়ার্টার ফাইনালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বেঁচে গিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক। অসি পেসার জশ হ্যাজেলউডের বল উইকেটে লাগলেও স্টাম্প পড়েনি।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

7h ago