বিকেল থেকে গাড়ির চাপ কম পাটুরিয়া ঘাটে, পারাপার হচ্ছে ট্রাক
যাত্রীবাহী গাড়ির চাপ কম থাকায় পাটুরিয়া ঘাট দিয়ে পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে। রোববার রাতে সরেজমিনে দেখা যায়, চাপ কমে যাওয়ায় ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকগুলো পার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, বিকেলের পর থেকে পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার, যাত্রীবাহী বাসের চাপ কমতে শুরু করে। এজন্য পণ্যবোঝাই ট্রাকগুলো পার করা হচ্ছে। বর্তমানে এ নৌ-রুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে।
এদিকে রোববার সকাল থেকেই ঘাটে গাড়ির চাপ বাড়তে থাকে। আকস্মিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুই দফায় দুই ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকে। ফেরি চলাচলও কিছুটা বিঘ্নিত হয়। ফলে ভোগান্তিতে পড়েন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যাত্রীরা।
এর আগে, শুক্রবার ছোট গাড়ির চাপ থাকলেও শনিবার ঘাট ছিল অনেকটাই ফাঁকা।
কর্তৃপক্ষ মনে করছে, সোমবার ও মঙ্গলবার গাড়ির চাপ বাড়তে পারে। তবে নৌপথে প্রয়োজনীয় ফেরি থাকায়, যানবাহন পারাপারে সমস্যা হবে না বলে জানান, জিল্লুর রহমান।
Comments