টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। ফুরফুরে মেজাজেই আছে তারা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাস তাদের তলানিতে। তবে স্বাগতিকদের বিপক্ষে ভালো কিছু করে ঘুরে দাঁড়াতে চায় দলটি। সে লক্ষ্যে শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। টস হেরে আগে ব্যাটিং করতে নামছে দলটি। বাংলাদেশ সময় সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ইনজুরির কারণ উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি মার্ক উড। তবে এদিন ফিটনেস টেস্ট উতরে একাদশে ফিরেছেন এ পেসার। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট। অন্যদিকে, পাকিস্তান দল পরিবর্তন এনেছে দুটি। অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিককে অন্তর্ভুক্ত করেছে তারা। এছাড়াও ড্যাশিং ব্যাটসম্যান আসিফ আলিকে একাদশে নিয়েছে তারা। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন হারিস সোহেল ও ইমাদ ওয়াসিম।
আগের ম্যাচের মতো এদিনও ট্রেন্ট ব্রিজে খেলবে পাকিস্তান। রান-প্রসবা এ উইকেটে প্রথম ম্যাচে সুবিধা করে উঠতে পারেনি দলটি। উইন্ডিজের পেসারদের গতি সামাল দিতে পারেনি। বাউন্সারের তোড়ে ভেঙে পড়ে গিয়েছিল হুড়মুড় করে। অন্যদিকে, এই মাঠেই দুবার ওয়ানডের সর্বোচ্চ দলীয় স্কোরের বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল তারা। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষেই ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল ইংলিশরা।
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। অন্যদিকে, উইন্ডিজের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা অব্যাহত রেখেছে সরফরাজ আহমেদের দল। নিজেদের সবশেষ টানা ১১ ম্যাচেই হেরেছে তারা।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও জোফরা আর্চার।
Comments