জায়নামাজ, ছাতা ছাড়া অন্য কিছু আনতে মানা জাতীয় ঈদগাহে

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনতে পারবেন না। পথিমধ্যে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশি শেষে এই ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে।
DMP

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনতে পারবেন না। পথিমধ্যে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশি শেষে এই ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে।

আজ (৩ জুন) সকাল ১১ টায় জাতীয় ঈদগাহ ময়দানে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

জাতীয় ঈদগাহে নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, এখানে ঈদের নামাজকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা। পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে এখানে। প্রস্তুত থাকবে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড। প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশির পর এই ঈদগাহে ঢুকতে দেওয়া হবে। একই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বায়তুল মোকাররম মসজিদেও।

ডিএমপি প্রধান জানান, শিক্ষাভবন, মৎস্যভবন ও প্রেসক্লাবের সামনে আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হবে। এ এলাকায় কেউ গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না। এর পরের ধাপে মূল গেটে এবং ঈদগাহের ভিআইপি জোনের আগে আরও দুই দফা আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চলবে। ডগ স্কোয়াড রাখার পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররমে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

Comments