১৩ জন আরোহী নিয়ে ভারতের বিমান বাহিনীর উড়োজাহাজ নিখোঁজ
উড্ডয়নের পর মাঝ আকাশে ভারতের বিমান বাহিনীর একটি পণ্যবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, ১৩ জন আরোহীকে নিয়ে আসামের যোরহাট থেকে উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায় উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতীয় সময় আজ দুপুর ১২টা ২৫ মিনিটে রাশিয়ায় তৈরি এন-৩২ উড়োজাহাজটি উড্ডয়ন করে। ১টার দিকে ভূমির সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটিতে আরোহীদের মধ্যে আট জন ক্রু ও পাঁচ জন যাত্রী ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উড়োজাহাজটির অবস্থান জানতে অভিযান শুরু করেছে ভারতের বিমান বাহিনী। এর নির্ধারিত পথের নিচে পাহাড়ি বনভূমি থাকায় উড়োজাহাজটি খুঁজে বের করতে বেগ পেতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজটি মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। গত চার দশক ধরে এই মডেলের উড়োজাহাজগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে ভারতীয় বিমান বাহিনী।
এর আগে ২০১৬ সালেও ভারতের বিমান বাহিনীর একটি এন-৩২ উড়োজাহাজ নিখোঁজ হয়েছিল। চেন্নাই থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের ওপর দিয়ে আন্দামান যাওয়ার পথে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত উড়োজাহাজটির আর হদিস পাওয়া যায়নি।
Comments