বাড়তি ভাড়া নেওয়ায় এসি লিংক পরিবহনকে জরিমানা
ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করায় মানিকগঞ্জের এসি লিংক পরিবহন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ সংলগ্ন এসি লিংক পরিবহনের কাউন্টারে গিয়ে এই জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ ব্যাপারে আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জ থেকে মতিঝিলের নির্ধারিত ভাড়া ২০০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ উঠে এসি লিংক কর্তৃপক্ষেরে বিরুদ্ধে।
সরেজমিনে এর সত্যতা পাওয়ায় এসি লিংক কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Comments