আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ
প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
সোমবার (৩ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২০১৯-২০ মৌসুমের ঘরোয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া এই সময়সীমার মধ্যে ভারত সফর করবে।
প্রায় এক মাস দীর্ঘ সফরটি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করবে বাংলাদেশ। যা চলবে চলতি বছরের ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এরপর ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। তবে দুদল কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না।
উল্লেখ্য, ২০০০ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর এখন পর্যন্ত কেবল একবারই ভারত সফর করেছে বাংলাদেশ। ২০১৭ সালে হায়দরাবাদে একটি টেস্ট খেলেছিল দুদল। বাংলাদেশকে ২০৮ রানে হারিয়েছিল ভারত।
বাংলাদেশের ভারত সফরের সূচি:
প্রথম টি-টোয়েন্টি, ৩ নভেম্বর, দিল্লি
দ্বিতীয় টি-টোয়েন্টি, ৭ নভেম্বর, রাজকোট
তৃতীয় টি-টোয়েন্টি, ১০ নভেম্বর, নাগপুর
প্রথম টেস্ট, ১৪-১৮ নভেম্বর, ইন্দোর
দ্বিতীয় টেস্ট, ২২-২৬ নভেম্বর, কলকাতা।
Comments