ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরের বদলির আদেশ বাতিল
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিল করা হয়েছে। ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে দাম বেশি রাখার জন্য জরিমানা ও আউটলেট বন্ধ করার পর তার বদলির আদেশ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে আজ এই আদেশ এল।
গতকাল অভিযান চালানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাকে সড়ক ও জনপদ অধিদপ্তরের খুলনা জোনে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে পদায়ন করার কথা বলা হয়। বদলির বিষয়টি সামনে আসার পর পরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হয়। ফেসবুকে বহু মানুষকে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা যায়।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে তার বদলির আদেশ প্রত্যাহার করে নেওয়া হলো।
Comments