ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কি হবে?
দারুণ খেলতে থাকা শ্রীলঙ্কা হঠাৎ করেই কোণঠাসা। এরপর বৃষ্টির বাগড়া। বৃষ্টির তোপে খেলাই বন্ধ রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে হয়তো স্বস্তি মিলবে লঙ্কানদের। কারণ ১৮২ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে তারা। বিশেষজ্ঞ সব ব্যাটসম্যান আউট হওয়ায় খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই আশায় থাকবে দলটি। তবে এমন ম্যাচের ফলাফলের আগে দেখা নেওয়া যাক বৃষ্টি বাধা দিলে কি হবে আইসিসি বিশ্বকাপের নিয়মগুলোতে?
স্বাভাবিকভাবে বৃষ্টিতে যদি পুরো ওভার খেলা না হয় তবে কার্টেল ওভারে খেলা হবে ডার্ক লুইস পদ্ধতিতে। আর শেষ পর্যন্ত যদি খেলা সম্ভব নাই হয় তাহলে উভয় দলকে দেওয়া হবে এক পয়েন্ট করে। কারণ রাউন্ড রবিন লিগ ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে বরাদ্দ রাখেনি আইসিসি।
কিন্তু আবার সেমিফাইনাল ও ফাইনালের জন্য এ নিয়মটি আলাদা। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। কথা হচ্ছে বৃষ্টিতে যদি রিজার্ভ ডে'র খেলাও পণ্ড হয়?
সেমিফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে’তেও ম্যাচ অনুষ্ঠিত না হলে লিগ পদ্ধতিতে দুই দলের মধ্যে যাদের পয়েন্ট বেশি তারাই পাবে ফাইনালের টিকেট। আর ফাইনাল যদি রিজার্ভ ডে’তেও খেলা না হয় তাহলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আর গাঁটের টাকা খরচ করে যারা খেলা দেখতে যায় তাদের জন্যও রয়েছে সুখবর। বৃষ্টিতে ভেসে গেলে টাকা ফেরত পাবে তারা। তবে শর্ত আছে। ১৫ ওভার কিংবা তার চেয়ে কম হলে টিকিটের সম্পূর্ণ মূল্যই ফেরত পাবেন দর্শকরা। আর ১৫.১ ওভার থেকে ২৯.৫ ওভার পর ম্যাচ পরিত্যক্ত হলে ফেরত দেওয়া হবে টিকিটের মূল্যের ৫০ শতাংশ। তবে বৈরি আবহাওয়া ছাড়া অন্য কোনো কারণ যেমন দর্শক হাঙ্গামা কিংবা প্রতিপক্ষ খেলতে না চাইলে কোন টাকা ফেরত পাবে না দর্শকরা।
এছাড়া আলোচনায় রয়েছে টাই ম্যাচ নিয়েও। ১৯৯৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে টাই দেখেছিল বিশ্ব। সেবার নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনাল খেলেছিল অসিরা।
তবে এবার নিয়মে ভিন্নতা এনেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচ টাই হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে ফলাফল।
Comments