খেলতে নেমে কাউকে উপরে রাখতে চান না সৌম্য

কদিন আগেই নিউজিল্যান্ডে গিয়ে নাস্তানাবুদ হয়ে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপেও কিউইদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বড্ড দৃষ্টিকটু। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ঝাঁকুনি দিয়ে শুরু করেছে বটে, নিউজিল্যান্ড যে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়েই দিয়েছে। খালি চোখে শক্তির বিচার করলে কেন উইলিয়ামসনরাই এগিয়ে থাকবেন। তবে খেলায় নেমে কোন প্রতিপক্ষকেই নিজেদের চেয়ে এগিয়ে রাখতে নারাজ সৌম্য সরকার।
soumya sarkar
ফাইল ছবি: এএফপি

কদিন আগেই নিউজিল্যান্ডে গিয়ে নাস্তানাবুদ হয়ে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপেও কিউইদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বড্ড দৃষ্টিকটু। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ঝাঁকুনি দিয়ে শুরু করেছে বটে, কিন্তু নিউজিল্যান্ড তো শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়েই দিয়েছে! খালি চোখে শক্তির বিচার করলে কেন উইলিয়ামসনরাই এগিয়ে থাকবেন। তবে খেলায় নেমে কোনো প্রতিপক্ষকেই নিজেদের চেয়ে এগিয়ে রাখতে নারাজ সৌম্য সরকার।

রবিবার (২ জুন) প্রথম ম্যাচে বাংলাদেশের বড় সংগ্রহের সুর বেধে দিয়েছিলেন সৌম্য। ওপেন করতে নেমে আগ্রাসী ব্যাট চালিয়ে ৩০ বলে করেন ৪২ রান। মাঝারি ইনিংস বড় করতে না পারলেও তার ওই শুরু গোটা দলকে দিয়েছিল এগিয়ে চলার গতি। তাই আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুর চ্যালেঞ্জ নিতে হবে তাকেই।

সর্বশেষ সিরিজে বিধ্বস্ত হওয়ার স্মৃতি তরতাজা। কিউইরাও ভালোই জানে বাংলাদেশের শক্তি-দুর্বলতা। তবে বিশ্ব মঞ্চে এসব কিছুই কাজে দেবে না বলে মনে করেন সৌম্য। রেকর্ড যাই হোক না কেন, নিজেদের নিচে রাখতে নারাজ তিনি, ‘খেলতে নেমে কাউকে উপরে রেখে নিজেদের নিচে রাখা ঠিক হবে না। মাঠে যেহেতু নামব, শতভাগ দিয়েই নামব। জেতার জন্যই নামতে হবে। প্রতিপক্ষ যেই হোক না কেন। যত চেনা কিংবা অচেনাই হোক না কেন।’

‘আমরা ওদের ওখানে যে সিরিজটা খেলে আসছি, ওটা ওদের হোম কন্ডিশন ছিল। যতই ভালো দল হোক না কেন, অন্য মাঠে এলে সবার জন্যই কঠিন হয়। আমরা ওদের ভালো চিনি, ওরাও চেনে। যারা ভালো করবে, তাদের পক্ষেই ফল যাবে।’

নিজেদেরও নিউজিল্যান্ডের সঙ্গে একই পাল্লায় রাখছেন সৌম্য। তবে প্রতিপক্ষের তূণে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লোকি ফার্গুসনদের মতো অস্ত্র থাকায় ধাক্কাটা যে কী রকম হতে পারে তা বেশ টের পাচ্ছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে শুরুর ১০ ওভারেই শ্রীলঙ্কার কোমর ভেঙে দিয়েছিল নিউজিল্যান্ড। পেস, সুইংয়ের ঝাঁজে লঙ্কানদের উড়িয়ে জিতেছিল দাপট দেখিয়ে। সেই নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার (৫ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম ১০ ওভারটাই ভীষণ গুরুত্বপূর্ণভাবে দেখছে বাংলাদেশ, ‘প্রথম ১০ ওভারে উইকেট না হারিয়ে যে রানই নিতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমি যেটুকু দেখছি, ওরা প্রথম ১০ ওভারে দ্রুত উইকেট নিচ্ছে। ওইটা যদি ঠেকাতে পারি ভালো হবে। আবার রান বের করে ফেলতে পারলে তো দারুণ হবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago