এজাজকে খেলে সাকিবকে সামলানোর প্রস্তুতি
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে চোটের কারণে যেতে পারেননি সাকিব আল হাসান। বাংলাদেশও সেই সিরিজে একদম নাস্তানাবুদ হয়েছে কিউইদের কাছে। এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল। সাকিব চোট সেরে তো ফিরেছেনই, আছেন সেরা ছন্দেও। নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবর সফল শীর্ষ অলরাউন্ডারকে সামলাতে আলাদা প্রস্তুতি নিচ্ছেন কেন উইলিয়ামসনরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে জুতসই রেকর্ড আছে সাকিবের, তবে বোলিংয়ে রেকর্ডটা চোখ ধাঁধানো। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ৩৫ উইকেট নিয়েছেন সাকিব। চার উইকেট নিয়েছেন তিনবার। সেরা ৩৩ রানে ৪ উইকেট। বোলিং গড় ২৫.৭৪। ব্যাট হাতেও আছে দুই সেঞ্চুরি।
তবে সাকিবের ব্যাটিং নয়, বোলিং নিয়েই যত চিন্তা নিউজিল্যান্ডের। মঙ্গলবার (৪ জুন) উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম জানালেন স্কোয়াডের বাইরে থাকা বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে ভিড়িয়ে সাকিবকে সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তারা, ‘আমাদের নেটে এজাজ (এজাজ প্যাটেল) ছিল। নেটে ম্যাচ বোলারের মতোই বোলার দরকার হয়, এজাজকে রাখা হয়েছে সেকারণেই। আমরা জানি সাকিব কোন মানের বোলার। অনেক লম্বা সময় ধরে বিশ্বজুড়ে সফলতা পেয়েছে সে। নিউজিল্যান্ডে গত সিরিজে ও ছিল না। কাজেই আমি মনে করি, বাঁহাতি স্পিনারকে খেলে অভ্যস্ত হওয়া গুরুত্বপূর্ণ। আমরা আগামীকাল (বুধবার) সাকিবকে সামলানোর চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার দিকে তাকিয়ে আছি।’
Comments