ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: মুখোমুখি অস্ট্রেলিয়া-উইন্ডিজ

দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর আফগানিস্তানকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
warner and gayle
ফাইল ছবি

দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর আফগানিস্তানকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এবারে দুদলের লক্ষ্য- জয়ের ধারা বজায় রাখা। সেই অভিযানে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পরস্পরকে মোকাবেলা করবে তারা। বৃহস্পতিবার (৬ জুন) ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১৩৯। অস্ট্রেলিয়া জয়ী: ৭৩, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৬০, টাই: ৩ , পরিত্যক্ত: ৩।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৯। অস্ট্রেলিয়া জয়ী: ৪, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৫।

সম্ভাব্য একাদশ:

দুদলের অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনাই বেশি। তবে স্পিন বিভাগ শক্তিশালী করতে চাইলে অস্ট্রেলিয়া দলে টানতে পারে নাথান লায়নকে। আর পাকিস্তানের বিপক্ষে চোট পেয়েছিলেন উইন্ডিজ তারকা ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। দুজনেই অবশ্য অনুশীলনে ফিরেছেন। ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডার জানিয়েছেন, গেইল-রাসেলকে অসিদের বিপক্ষে ম্যাচে পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।

অস্ট্রেলিয়া:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল/নাথান লায়ন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ:

ক্রিস গেইল, শেই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল, ওশানে থমাস।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

45m ago