ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: মুখোমুখি অস্ট্রেলিয়া-উইন্ডিজ
দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। পাকিস্তানকে ১০৫ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পেয়েছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর আফগানিস্তানকেও একই ব্যবধানে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এবারে দুদলের লক্ষ্য- জয়ের ধারা বজায় রাখা। সেই অভিযানে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পরস্পরকে মোকাবেলা করবে তারা। বৃহস্পতিবার (৬ জুন) ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১৩৯। অস্ট্রেলিয়া জয়ী: ৭৩, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৬০, টাই: ৩ , পরিত্যক্ত: ৩।
বিশ্বকাপ পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৯। অস্ট্রেলিয়া জয়ী: ৪, ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ৫।
সম্ভাব্য একাদশ:
দুদলের অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনাই বেশি। তবে স্পিন বিভাগ শক্তিশালী করতে চাইলে অস্ট্রেলিয়া দলে টানতে পারে নাথান লায়নকে। আর পাকিস্তানের বিপক্ষে চোট পেয়েছিলেন উইন্ডিজ তারকা ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। দুজনেই অবশ্য অনুশীলনে ফিরেছেন। ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডার জানিয়েছেন, গেইল-রাসেলকে অসিদের বিপক্ষে ম্যাচে পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।
অস্ট্রেলিয়া:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল/নাথান লায়ন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
ওয়েস্ট ইন্ডিজ:
ক্রিস গেইল, শেই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল, ওশানে থমাস।
Comments