সিলেটে ‘বাতিঘর’

বন্দরনগরী চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে রাজধানী ঢাকার পাঠকদের মন জয় করে বইবিপণী ‘বাতিঘর’ এর দ্বার এবার উন্মুক্ত হলো চায়ের দেশ সিলেটে।

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের গোল্ডেন সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সুবিশাল পরিসরে যাত্রা শুরু করেছে ‘বাতিঘর’। এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও গত ৫ এপ্রিল থেকে উন্মুক্ত রয়েছে বইবিপণীটি।

শুরু থেকেই ‘বাতিঘর’ তার প্রতিষ্ঠানে স্থানীয় ঐতিহ্য থেকে উদ্বুদ্ধ হয়ে অভ্যন্তরীন সজ্জা করছে। এরই ধারাবাহিকতায় সিলেটে প্রতিষ্ঠানটি সেজেছে ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ির আদলে। এছাড়াও, বইয়ের প্রতিটি তাকে রয়েছে চা বাগানের আবেশ।

‘বাতিঘর’ কর্তৃপক্ষ জানান, শতাধিক বিষয়ে ১০ হাজারের বেশি লেখকের লক্ষাধিক বইয়ের সমারোহ রয়েছে তাদের বিপণীগুলোতে।

চা কর্নারে চা বা কফিতে চুমুক দিতে দিতে পছন্দের বইয়ের পাতা উল্টিয়ে বই কেনার এ আয়োজনের জন্য সিলেটের পাঠকদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবার শেষ হয়েছে। আর পাঠকরাও ধীরে ধীরে ভিড় করছেন ‘বাতিঘরে’।

চলতি মাসের শেষের দিকে ‘বাতিঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ। চট্টগ্রাম এবং ঢাকার মতো সিলেটেও ‘বাতিঘর’-এর সব নিয়মিত আয়োজন থাকবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

39m ago