ব্রিস্টলে অবিরাম বৃষ্টি, হয়নি টস

bristol stadium
ছবি: আইসিসি

আবহাওয়ার পূর্বাভাসই ফলে গেছে। ব্রিস্টলে সারাদিন অবিরাম বর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। হচ্ছেও তা-ই। বেরসিক বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে হয়নি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের টস।

এশিয়ার দুই প্রতিনিধির মধ্যকার ম্যাচ শুরু হওয়ার কথা শুক্রবার (৭ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। তার ৩০ মিনিট আগে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে টসও হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। সকাল থেকেই চলছে একটানা। ফলে, খেলা শুরু হতে দেরি হবে। কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট ও মাঠের কিছু অংশ।

বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান-শ্রীলঙ্কা। সরফরাজ আহমেদের দল তো রীতিমতো উড়ছে! স্বাগতিক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডকেই তো হারিয়ে দিয়েছে তারা। অন্যদিকে, লঙ্কানরাও ‘বড় দলের’ মতো খেলা উপহার দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাওয়া ১৮৬ রানের পুঁজি নিয়ে প্রাণপণ লড়াই করে দারুণ এক জয় তুলে নেয় দিমুথ কারুনারত্নের দল।

ইংল্যান্ডের মাটিতেই ১৯৭৫ সালে বসেছিল বিশ্বকাপের প্রথম আসর। সেবারই গ্রুপ পর্বে দেখা হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কার। একপেশে ম্যাচে লঙ্কানদের ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরের একমাত্র জয় পেয়েছিল ইমরান খানের দল। এরপর বিশ্বকাপে আরও ছয়বার মুখোমুখি হয়েছে দুদল। কিন্তু লঙ্কানদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। অর্থাৎ, বিশ্বমঞ্চে দুদলের সাতবারের লড়াইয়ে প্রতিবারই বিজয়ীর হাসি হেসেছে পাকিস্তান।

সম্ভাব্য একাদশ:

পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস/সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও লাসিথ মালিঙ্গা।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

2h ago