বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সেরা পাঁচ মুহূর্ত

নিজেদের পয়া ভেন্যুর তকমা ভেঙে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ হেরেছে ১০৬ রানে। শনিবার (৮ জুন) ইংল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে ৬ উইকেটে ৩৮৬ রান সহ্য করার পর টাইগাররা নিজেরা তুলতে পেরেছে ২৮০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৮৬/৬ (রয় ১৫৩, বেয়ারস্টো ৫১, রুট ২১, বাটলার ৬৪, মরগান ৩৫, স্টোকস ৬, ওকস ১৮*, প্লাঙ্কেট ২৭*; সাকিব ০/৭১, মাশরাফি ১/৬৮, সাইফউফফিন ২/৭৮, মোস্তাফিজ ১/৭৫, মিরাজ ২/৬৭, মোসাদ্দেক ০/২৪)। 

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৮০ (তামিম ১৯, সৌম্য ২, সাকিব ১২১, মুশফিক ৪৪, মিঠুন ০, মাহমুদউল্লাহ ২৮, মোসাদ্দেক ২৬, সাইফউদ্দিন ৫, মিরাজ ১২, মাশরাফি ৫*, মোস্তাফিজ ০; ওকস ০/৫৭, আর্চার ৩/৩০, প্লাঙ্কেট ১/৩৬, উড ২/৫২, রশিদ ১/৬৪, স্টোকস ৩/২৩)।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

1h ago