অস্ট্রেলিয়া-ভারত: আজ দুই ফেভারিটের লড়াই

ফেরা যাক তিন মাস আগে। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। সবশেষ ৩৩ ম্যাচে জয় মাত্র আটটি। বিপর্যস্ত দলটির এরপর যেন পুনর্জন্ম হলো। ঘুরে দাঁড়িয়ে পরেরগুলো জিতে ৩-২ ব্যবধানে সিরিজই জিতে নিল অসিরা। সেই থেকে টানা দশ ওয়ানডে জিতেছেন অ্যারন ফিঞ্চরা। বিশ্বকাপেও নিজেদের দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। বিরাট কোহলির ভারতও তাদের একমাত্র ম্যাচে জিতে শুভ সূচনা করেছে। এবারে শিরোপার দাবিদার দুই দল বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে এক অপরের।
finch and kohli
ফাইল ছবি

ফেরা যাক তিন মাস আগে। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। সবশেষ ৩৩ ম্যাচে জয় মাত্র আটটি। বিপর্যস্ত দলটির এরপর যেন পুনর্জন্ম হলো। ঘুরে দাঁড়িয়ে পরেরগুলো জিতে ৩-২ ব্যবধানে সিরিজই জিতে নিল অসিরা। সেই থেকে টানা দশ ওয়ানডে জিতেছেন অ্যারন ফিঞ্চরা। বিশ্বকাপেও নিজেদের দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। বিরাট কোহলির ভারতও তাদের একমাত্র ম্যাচে জিতে শুভ সূচনা করেছে। এবারে শিরোপার দাবিদার দুই দল বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে এক অপরের।

লন্ডনের ওভালে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড বিশ্বকাপের দুই অন্যতম ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রবিবার (৯ জুন) বিকাল সাড়ে তিনটায়।

ভেন্যু:

২০১৫ বিশ্বকাপের পর থেকে কেনিংটন ওভাল ইংল্যান্ডের সবচেয়ে হাই-স্কোরিং মাঠগুলোর একটি। সবশেষ ১৪ ম্যাচের ২৭ ইনিংসে ওভারপ্রতি ৬.০২ গড়ে রান উঠেছে এখানে। একই রকম ফ্লাট উইকেট থাকার সম্ভাবনাই বেশি। পূর্বাভাস বলছে, আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১৩৬, অস্ট্রেলিয়া জয়ী: ৭৭, ভারত জয়ী: ৪৯, পরিত্যক্ত: ১০।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১১, অস্ট্রেলিয়া জয়ী: ৮, ভারত জয়ী: ৩।

সম্ভাব্য একাদশ:

অস্ট্রেলিয়া তাদের আগের দুই ম্যাচে একই একাদশ খেলিয়েছে। এ ম্যাচেও ওই এগারো জনের ওপর আস্থা রাখার সম্ভাবনাই প্রবল। অন্যদিকে, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভারত তাদের একাদশে আনতে পারে পরিবর্তন। উইন্ডিজ পেসাররা বাউন্স দিয়ে বিপদে ফেলেছিলেন অসি ব্যাটসম্যানদের। একই পরিকল্পনা কাজে লাগাতে মোহাম্মদ শামিকে অন্তর্ভুক্ত করতে পারে তারা।

অস্ট্রেলিয়া:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ভারত:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago