টস জিতে ব্যাটিংয়ে ভারত

ছবি: আইসিসি

ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছে দুই দলই। সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেটও খেলছে দলদুটি। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলও তারা। আর একমাত্র লড়াইয়ে জয় ভারতেরই। নিঃসন্দেহে তাই বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের এ লড়াই। আর এমন ম্যাচে টস জিতে নিয়েছে ভারত। আগে ব্যাটিং করবে দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

দুই দলই এ ম্যাচে কোন পরিবর্তন আনেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। তবে উইন্ডিজ পেসারদের বিপক্ষে অসি ব্যাটসম্যানদের সংগ্রাম দেখে একজন বাড়তি পেসার খেলানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত।

ম্যাচের ভেন্যু কেনিংটন ওভাল ইংল্যান্ডের সবচেয়ে হাই-স্কোরিং মাঠগুলোর একটি। সবশেষ ১৪ ম্যাচের ২৭ ইনিংসে ওভারপ্রতি ৬.০২ গড়ে রান উঠেছে এখানে। পিচ রিপোর্ট অনুযায়ী এদিনও থাকছে ফ্লাট উইকেটই।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খাওজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়িনিস, অ্যালেক্স ক্যারে, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

Comments

The Daily Star  | English
yunus tarique meeting begins in london

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairperson to The Dorchester

32m ago