টসে জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, নেই রাসেল

টানা তিন হারে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে খাদের কিনারায়। ১০ দলের পয়েন্ট তালিকায় নয়ে তারা। ওয়েস্ট ইন্ডিজও খুব সুবিধাজনক অবস্থানে নেই। তারা রয়েছে সাত নম্বরে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জেতার পর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরেছে তারা। তাই জয়ের পথে ফিরতে চায় তারাও। দুদলের লড়াই শুরুর আগে হয়ে গেছে টস। জিতেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং।
south africa vs west indies
ছবি: রয়টার্স

টানা তিন হারে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে খাদের কিনারায়। ১০ দলের পয়েন্ট তালিকায় নয়ে তারা। ওয়েস্ট ইন্ডিজও খুব সুবিধাজনক অবস্থানে নেই। তারা রয়েছে সাত নম্বরে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জেতার পর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হেরেছে তারা। তাই জয়ের পথে ফিরতে মরিয়া দুদলই। তাদের মধ্যকার মাঠের লড়াই শুরুর আগে হয়ে গেছে টস। জিতেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং।

সোমবার (১০ জুন) সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার দেখা হয়েছে দুদলের। দক্ষিণ আফ্রিকা জিতেছে চারটি ম্যাচে, বাকি দুটিতে উইন্ডিজ। আর ক্রিকেটের সর্বোচ্চ আসরে দুদলের সবশেষ তিন দ্বৈরথেই জিতেছে প্রোটিয়ারা।

দুই দলের একাদশে এসেছে দুটি করে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন এইডেন মার্করাম। আর ডেল স্টেইনের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া তরুণ পেসার বিউরান হেন্ড্রিকস প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বাদ পেতে যাচ্ছেন। বাদ পড়েছেন জেপি ডুমিনি ও তাবরাইজ শামসি।

আন্দ্রে রাসেল ম্যাচের আগের দিন অনুশীলন করেননি। তার ফিটনেস ঘাটতি রয়েছে। শেষ পর্যন্ত একাদশেও জায়গা হয়নি তার। একই কারণে নেই এভিন লুইসও। তাদের পরিবর্তে খেলছেন ড্যারেন ব্রাভো ও কেমার রোচ।

দক্ষিণ আফ্রিকা:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ইমরান তাহির, আন্দিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, বিউরান হেন্ড্রিকস।

ওয়েস্ট ইন্ডিজ:

জেসন হোল্ডার(অধিনায়ক), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, নিকোলাস পুরান, কেমার রোচ, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, ওশান থমাস, শেল্ডন কটরেল।

Comments