মানিকগঞ্জে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
Manikganj road accident
১০ জুন ২০১৯, মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। ছবি: স্টার

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

আজ (১০ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

এ সময় মহাসড়কের দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ১০ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়ামিন উদ-দোলা জানান, মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী নীলাচল পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা সেবা গ্রীন লাইনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে যায়।

এসময় নীলাচল পরিবহনের বাসের চালক ভিতরে আটকে গেলে পরে তাকে বাস কেটে বের করা হয়। এছাড়া চালকসহ তিনজন যাত্রীর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন যাত্রী আহত হন। মহাসড়ক থেকে দ্রুত সময়ে বাস দুটিকে রেকার দিয়ে সরানোর হচ্ছে।

Comments