‘শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ৫০-৫০’

Shakib Al Hasan
ছবি: রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময়ই ব্যথাটা পেয়েছিলেন সাকিব আল হাসান। শারীরিকভাবে পুরোপুরি স্বচ্ছন্দ্য না হলেও খেলেছিলেন শতরানের ইনিংস। দুদিন পেরিয়ে গেলেও অস্বস্তি থেকে মুক্তি মেলেনি। বরং তীব্রতা বেড়েছে ব্যথার। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের নামার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

গেল ম্যাচের ভেন্যু কার্ডিফ থেকে গতকাল বাংলাদেশ দল ব্রিস্টলে পৌঁছেছে। আজ (১০ জুন) ছিল টাইগারদের অনুশীলন। লঙ্কান বধের প্রস্তুতি নিতে দলের সবাই ঘাম ঝরিয়ে নিজেদের ঝালিয়ে নিলেও সাকিব ছিলেন না অনুশীলনে। এরপরই জানা যায়, উরুতে আঘাত পেয়েছেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার। চোটটাও হালকা কিছু নয়। গুরুতরই বটে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডারের মাঠে নামাকে ঘিরে তৈরি হয়েছে শঙ্কার কালো মেঘ।

দুঃসংবাদ বয়ে আনা মেঘ আরও ঘনীভূত হয়েছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মন্তব্যে। সাকিবের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানান, ‘সাকিব গত ম্যাচে কোমরের নিচে গ্লুটে (উরুর পেছনের দিকে) ব্যথা পেয়েছে। তাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে। কাল (মঙ্গলবার) ওর খেলার সম্ভাবনা ৫০-৫০।’

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাঁহাতি তারকা যে চমৎকার ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন, তার আঁচড় পড়েছে বিশ্বকাপর মঞ্চেও। তিনি যেন বাংলাদেশের ওয়ান ম্যান আর্মি’। তিন ম্যাচে দুই হাফসেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরি। ২৬০ রান নিয়ে বাংলাদেশের তো বটেই, এবারের আসরের শীর্ষ রান সংগ্রাহক এখন সাকিব। বল হাতেও পেয়েছেন ৩ উইকেট।

বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটার দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আর বিশ্বকাপের গেল তিন ম্যাচের পরিসংখ্যান বলছে, এমন শক্ত সমীকরণের লড়াইয়ে সাকিবেরও খেলার বিকল্প নেই। তাই শেষ পর্যন্ত, তিনি মাঠে নামতে না পারলে বেশ ভুগতে হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago