নারায়ণগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ (১১ জুন) সকাল ৭টায় উপজেলার বরৈবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, মদনপুরগামী গরু বোঝাই একটি ট্রাক ও মদনপুর থেকে ছেড়ে আসা মালবাহী কাভার্ড ভ্যান বরৈবাড়ী এলাকায় পৌঁছালে এদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক অজ্ঞাত (২২) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকের চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে এই দুই গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments