জিততে মরিয়া বাংলাদেশ, বাগড়া দিতে পারে বৃষ্টি

Bangladesh Cricket Team
ছবি: রয়টার্স

বিশ্বকাপের ফরম্যাট বলছে, বেশ লম্বা প্রতিযোগিতা। একইসঙ্গে ভুলে গেলে চলবে না যে, একবার পা হড়কালে ফিরে আসাটাও সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা এতই তীব্র। এরই মধ্যে টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে যাওয়া মাশরাফি বিন মর্তুজার দল তাই জয়ে ফিরতে মরিয়া। তবে আইসিসি র‍্যাঙ্কিং, দলীয় শক্তি আর সাম্প্রতিক পরিসংখ্যানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। তারা বড় মঞ্চের দল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নও। বড় আসরের চাপ সয়ে সেরা পারফরম্যান্স কীভাবে দেখাতে হয়- তা তাদের ভালোই জানা।

মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লাল-সবুজের প্রতিনিধিরা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা।

ভেন্যু ও কন্ডিশন:

ব্রিস্টল কাউন্টে গ্রাউন্ডে দারুণ এক সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সেই সঙ্গে টাইগার অধিনায়ক মাশরাফিরও। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে জয়ের বৃত্ত পূরণ হয়েছিল বাংলাদেশের। অধিনায়ক হিসেবে মাশরাফির প্রথম জয়ও ছিল সেটা। তিনিই আবার বগলদাবা করেছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কার মতো বৃষ্টিও হতে পারে বাংলাদেশের মাথাব্যথার কারণ। ব্রিস্টলের আবহাওয়া পর্যালোচনা করলে দেখা যায়, এদিন বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যা সারাদিন একনাগাড়ে চলবে। বিবিসির আবহাওয়া প্রতিবেদন বলছে, ব্রিস্টল স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বৃষ্টির সম্ভাবনা ৭২ শতাংশ। অর্থাৎ খেলা না হওয়ার ব্যাপক শঙ্কা রয়েছে।

একই কারণে এই মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সবশেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। খেলা মাঠেই গড়ায়নি সেদিন। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছিল দুদল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও এমন কিছু ঘটলে সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে যাবে মাশরাফিদের জন্য। কারণ লঙ্কানদের বিপক্ষে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা করছে টাইগাররা।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৪৫টি, বাংলাদেশ জয়ী: ৭টি, শ্রীলঙ্কা জয়ী: ৩৬টি, পরিত্যক্ত: ২টি।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৩টি, বাংলাদেশ জয়ী: ০টি, শ্রীলঙ্কা জয়ী: ৩টি।

সম্ভাব্য একাদশ:

আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নুয়ান প্রদীপ ডান হাতে চোট পেয়ে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। এই পেসারের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন স্পিন অলরাউন্ডার জীবন মেন্ডিস।

শঙ্কা রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়েও। তিনি উরুর পেছনের দিকে ব্যথা পেয়েছেন। লঙ্কানদের বিপক্ষে বাঁহাতি তারকার নামার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তিনি না খেললে একাদশে টিকে যাবেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একাদশে ফেরার জোর গুঞ্জন রয়েছে পেসার রুবেল হোসেন ও টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাসের। বাদ পড়তে পারেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা:

দিমুথ কারুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস/মিলিন্দা সিরিবর্ধনে, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, সুরঙ্গা লাকমল।

Comments

The Daily Star  | English

Child victims of July uprising: Of abandoned toys and unlived tomorrows

They were readers of fairy tales, keepers of marbles, chasers of kites across twilight skies. Some still asked to sleep in their mother’s arms. Others, on the cusp of adolescence, had just begun to dream in the language of futures -- of stethoscopes, classrooms, galaxies. They were children, dreamers of careers, cartoons, and cricket.

10h ago