অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টনটনে বুধবার (১২ জুন) মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এরই মধ্যে টস হয়ে গেছে। ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তানের দলনেতা সরফরাজ আহমেদ। তিনি বেছে নিয়েছেন ফিল্ডিং। অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
গেল মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল না ওই সিরিজে। অসিরা ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তানকে। সবমিলিয়ে দুদলের সবশেষ ১৫ ওয়ানডের ১৪টিতেই জিতেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অসিদের রেকর্ড বেশ সমৃদ্ধ। দুদলের মুখোমুখি দেখায় দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতেছে তারা। বিশ্বকাপে যদিও সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে তাদের মধ্যে। অস্ট্রেলিয়ার পাঁচ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় চারটি।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অসিরা রয়েছে পয়েন্ট তালিকার চারে। প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর ভারতের কাছে সবশেষ ম্যাচে হেরেছে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পায় পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে। ফলে তিন ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট। তারা রয়েছে তালিকার আটে। তাই জয়ের ক্ষুধা রয়েছে দুদলেরই।
অস্ট্রেলিয়া:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও কেন রিচার্ডসন।
পাকিস্তান:
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমির।
Comments