কী অনুরোধ নায়িকা ববির?

ঈদে ৭৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব সনেট পরিচালিত এবং শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’।
Boby
অভিনেত্রী ববি। ছবি: স্টার

ঈদে ৭৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব সনেট পরিচালিত এবং শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’।

মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে সিনেমা হলগুলোতে। দর্শকরা ছবির গান, গল্প, অভিনয়ের প্রশংসা করছেন।

ফেরারী ফরহাদের লেখা গল্প ও চিত্রনাট্যে এই ছবিতে অভিনয় করেছেন- ওমর সানি, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্ত প্রমুখ।

ববি বলেন, “আমাদের ‘নোলক’ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে এমন ছবি বেশি-বেশি তৈরি হোক এমন প্রত্যাশা করেছেন। অনেক নতুন দর্শকের সন্ধান পেয়েছি যারা সিনেমাটা দেখেছেন।”

“দর্শকরা ছবি দেখে হেসেছেন, কেঁদেছেন- এটি দারুণ একটি বিষয় আমার জন্য,” উল্লেখ করে ‘খোঁজ: দ্য সার্চ’-অভিনেত্রী বলেন, “এমন মৌলিক গল্পের ছবি আরো বেশি হওয়া উচিত বলে মনে করি। ছবিটি যারা দেখেননি তাদের তা দেখার জন্য অনুরোধ করছি।”

‘নোলক’ প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

4h ago