কী অনুরোধ নায়িকা ববির?
ঈদে ৭৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব সনেট পরিচালিত এবং শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’।
মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে সিনেমা হলগুলোতে। দর্শকরা ছবির গান, গল্প, অভিনয়ের প্রশংসা করছেন।
ফেরারী ফরহাদের লেখা গল্প ও চিত্রনাট্যে এই ছবিতে অভিনয় করেছেন- ওমর সানি, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্ত প্রমুখ।
ববি বলেন, “আমাদের ‘নোলক’ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে এমন ছবি বেশি-বেশি তৈরি হোক এমন প্রত্যাশা করেছেন। অনেক নতুন দর্শকের সন্ধান পেয়েছি যারা সিনেমাটা দেখেছেন।”
“দর্শকরা ছবি দেখে হেসেছেন, কেঁদেছেন- এটি দারুণ একটি বিষয় আমার জন্য,” উল্লেখ করে ‘খোঁজ: দ্য সার্চ’-অভিনেত্রী বলেন, “এমন মৌলিক গল্পের ছবি আরো বেশি হওয়া উচিত বলে মনে করি। ছবিটি যারা দেখেননি তাদের তা দেখার জন্য অনুরোধ করছি।”
‘নোলক’ প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।
Comments