ফুটবলের উন্নয়নে বাজেটে বরাদ্দ ২০ কোটি

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের উম্মাদনা অনেক দিন থেকেই নেই। তার মূল কারণই অর্থাভাব। পর্যাপ্ত পৃষ্ঠপোষক পায় না বাংলাদেশের ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে ঘাটতি পোষাতে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে।
১৩ জুন ২০১৯, জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের উন্মাদনা অনেক দিন থেকেই নেই। তার মূল কারণই অর্থাভাব। পর্যাপ্ত পৃষ্ঠপোষক পায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে ঘাটতি পোষাতে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, 'আমাদের সরকার জাতীয়ভাবে দেশের ক্রীড়া ও সংস্কৃতির অবকাঠামো উন্নয়নে জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন খেলার মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে এবং তাদের দীর্ঘমেয়াদী অনুশীলনের ব্যবস্থা করা হচ্ছে।'

'২০১৯-২০ অর্থ বছরের বাজেটে দেশের ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিশেষ অনুদান হিসেবে ২০ কোটি টাকা বরাদ্দের জন্য আমি প্রস্তাব করছি,' যোগ করে আরও বলেন তিনি।

উল্লেখ্য, আ হ ম মোস্তফা কামাল এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:

দাম বাড়তে পারে

দাম কমতে পারে

আয়কর কমছে না, পরিধি বাড়ছে

বিদ্যুৎ ও জ্বালানিতে ব্যয় ২৮,০৫১ কোটি টাকা

বীমা সুবিধার আওতায় আসছেন সরকারি সব কর্মকর্তা-করচারী

অর্থমন্ত্রী অসুস্থ, বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট: অর্থমন্ত্রী

৫ লাখ ২৩ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট পেশ, ১৬ জুন পর্যন্ত সংসদ মুলতবী

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago