আমদানিকৃত স্মার্টফোনের শুল্ক বাড়ছে আড়াই গুণ
দেশেই বেশ কয়েকটি কোম্পানি মোবাইল হ্যান্ডসেট সংযোজন করছে সে কারণে আমদানি করা স্মার্টফোনের ওপর সম্পূরক শুল্ক আড়াই গুণ বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তবে ফিচার ফোনের সম্পূরক শুল্ক আগের মতোই ১০ শতাংশ থাকবে বলে আজ প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরে মোবাইল ফোনের সংযোজনের জন্যে খুচরা যন্ত্রাংশ আমদানিতে বড় রকমের ছাড় দেয় সরকার। দেশে মোবাইল ফোন সংযোজনকে উৎসাহিত করতে তখনই হ্যান্ডসেট আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।
বর্তমানে দেশের মোট হ্যান্ডসেট চাহিদার পরিমাণ সাড়ে তিন কোটি যার প্রায় ৩০ শতাংশ স্থানীয় পর্যায়ে সংযোজন করা হচ্ছে।
স্যামসাংসহ বাজারের প্রধান কোম্পানি সিম্ফোনিও তাদের নিজস্ব কারখানা স্থাপন করেছে বাংলাদেশে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন ট্যাক্স কাঠামোর কারণে আরও কোম্পানি স্থানীয় পর্যায়ে হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনে আগ্রহী হবে।
Comments