নিবন্ধন-স্ট্যাম্প ফি কমানোর প্রস্তাবে খুশি রিহ্যাব
আজ (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার আবাসন খাতে নিবন্ধন ফি এবং স্ট্যাম্প ফি কমানোর প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবিত বাজেট পেশ করার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই যুগান্তকারী প্রস্তাব এর ফলে আবাসন খাতে বিদ্যমান স্থবিরতা বহুলাংশে কাঠিয়ে ওঠা সম্ভব হবে বলে বিশ্বাস করে রিহ্যাব।
বাজেটে সরকার আবাসন খাতে যে বিনিয়োগ সুবিধার প্রস্তাব করেছে তা এই খাতে ফলপ্রসু ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে বলে মত দেয় সংস্থাটি।
নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা যাতে বাসা ভাড়ার টাকা দিয়েই মাথা গোঁজার ঠিকানা খুঁজে পান সেজন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদী একটি তহবিল গঠনসহ রিহ্যাবের অন্যান্য দাবি আগামীতে সরকার বাস্তবায়ন করবে বলেও আশা করে রিহ্যাব।
Comments