স্পিন কোচের চাওয়া, সেরা বোলিংটা জমা রাখুক সাকিব

তিন ম্যাচে ৫৬ গড়ে ৩ উইকেট। উচ্ছ্বসিত হওয়ার মতো পারফরম্যান্স নয়। তবে এই পরিসংখ্যান দেখে বল হাতে সাকিব আল হাসানের ভূমিকাটা ঠিক বোঝা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে নির্বিষ থাকলেও তার আগের দুই ম্যাচে বাঁহাতি স্পিনারের বোলিং ভীতি সঞ্চার করেছিল প্রতিপক্ষ শিবিরে।
Shakib al hasan
ছবি: বিসিবি

তিন ম্যাচে ৫৬ গড়ে ৩ উইকেট। উচ্ছ্বসিত হওয়ার মতো পারফরম্যান্স নয়। তবে এই পরিসংখ্যান দেখে বল হাতে সাকিব আল হাসানের ভূমিকাটা ঠিক বোঝা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে নির্বিষ থাকলেও তার আগের দুই ম্যাচে বাঁহাতি স্পিনারের বোলিং ভীতি সঞ্চার করেছিল প্রতিপক্ষ শিবিরে।

তবে দ্বিমত নেই, চলমান বিশ্বকাপে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব বল হাতে এখনও নিজের দুর্ধর্ষ মূর্তিটা দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে হতাশ হওয়ার বদলে উল্টো আশার সুর শোনা গেল বাংলাদেশের স্পিন কোচ সুনীল যোশির কণ্ঠে।

বৃহস্পতিবার (১৩ জুন) টন্টনে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক ভারতীয় স্পিনার যোশি। তার কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, সাকিবের বোলিংয়ের সেরাটা এখনও দেখা যায়নি, এ নিয়ে তার কোনো ভাবনা আছে কী-না। জবাব দেওয়ার কাজটা এক লাইনেই সারলেন বোলিং কোচ। সেই এক লাইনে কোনোরকম শঙ্কা-উদ্বেগ তো ছিলই না, বরং প্রকাশ পেল শিষ্যের প্রতি তার গভীর আস্থা, 'আমরা সবাই চাই যে, তার (সাকিবের) সেরা বোলিংটা সঠিক ম্যাচের জন্য জমা থাকুক।'

দেশের মাটিতে বাংলাদেশের বোলিং আক্রমণের সেরা শক্তি স্পিন। ইংল্যান্ডের মাঠে বিরুদ্ধ কন্ডিশনেও স্পিনাররা এখন পর্যন্ত ভালো বল করেছেন বলেই অভিমত দিলেন যোশি, 'একজন স্পিন কোচ হিসেবে তাদেরকে এভাবে বোলিং করতে দেখাটা খুবই উৎসাহব্যঞ্জক। সাকিব এবং মিরাজ ভালো করেছে। মোসাদ্দেকও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।'

আগামী ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠের আকার বেশ ছোট। ফলে ক্রিস গেইল-আন্দ্রে রাসেল-শাই হোপ-শিমরন হেটমেয়ারদের মতো পাওয়ার হিটারদের নিয়ে গড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে টাইগার স্পিনারদের। কেননা, বল সীমানা ছাড়া করাতে তো তাদের জুড়ি নেই!

এই প্রতিকূলতা নিয়ে অবশ্য চিন্তিত মনে হলো না যোশিকে। বিপরীতে তার কণ্ঠে ঝরে পড়ল ভালো কিছু করার প্রত্যাশা, 'আমি মনে করি, সব বোলারের জন্যই এটা চ্যালেঞ্জ। আমাদের স্পিনাররা যে সব চ্যালেঞ্জের এবং পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সে সব মোকাবেলায় তারা খুবই অসাধারণ পারফর্ম করেছে।'

Comments