উইন্ডিজ বনাম ইংল্যান্ড: লড়াইটা গতি তারকাদের

ইংলিশদের মাটি থেকেই দুই দুইটি বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। কালের বিবর্তনে সে স্বর্ণালী দিনগুলো হারিয়ে গেছে ক্যারিবিয়ানদের। অবশ্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলছে তারা। স্বর্ণালী সে দিনগুলো ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত দলটি। অন্যদিকে ক্রিকেটের জনক হয়েও বিশ্বকাপটা অধরা ইংলিশদের। তবে সাম্প্রতিক সময়ে আছে দুর্দান্ত ছন্দে। এবার আক্ষেপ ঘোচানোর মিশনে দলটি। এ দলদুটি এদিন মুখোমুখি হবে লক্ষ্যপূরণের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে যেতে।
ছবি: আইসিসি

ইংলিশদের মাটি থেকেই দুই দুইটি বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজ। কালের বিবর্তনে সে স্বর্ণালী দিনগুলো হারিয়ে গেছে ক্যারিবিয়ানদের। অবশ্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ খেলছে তারা। স্বর্ণালী সে দিনগুলো ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত দলটি। অন্যদিকে ক্রিকেটের জনক হয়েও বিশ্বকাপটা অধরা ইংলিশদের। তবে সাম্প্রতিক সময়ে আছে দুর্দান্ত ছন্দে। এবার আক্ষেপ ঘোচানোর মিশনে দলটি। এ দলদুটি এদিন মুখোমুখি হবে লক্ষ্যপূরণের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে যেতে।

বিশ্বকাপের ১৯তম ম্যাচ এটি। অর্ধেক না পেরোতেই ম্যাচ পরিত্যক্ত হয়েছে ৪টি। তাই এবারের বিশ্বকাপে আলোচনা বৃষ্টি নিয়েই। মূল উত্তেজনায় বরাবরই পানি ঢালছে বৃষ্টি। তবে সাউদাম্পটনে এদিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা গেছে।

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দাপুটে শুরুর পর অসিদের বিপক্ষে লড়াই করে হার ক্যারিবিয়ানদের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরুর পর ম্যাচটি যায় বৃষ্টির পেটে। তাই কিছুটা হলেও হতাশ দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী দলটি।

দুই দলেরই প্রধান অস্ত্র গতি। একদিকে জোফরা আর্চার ও মার্ক উড। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বল দুটি এসেছে এ দুই পেসারের কাছ থেকেই। উড বল করেছেন ঘণ্টায় ৯৫.৭ মাইল বেগে। ঘণ্টায় ৯৫.১ মাইল গতি তুলেছেন আর্চার। অন্যদিকে ওশান থমাস ও শেল্ডন কটরেলও কম যাচ্ছেন না। ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করছেন তারা। আর নিয়মিত উইকেট তুলে ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে ভোগাচ্ছেন তারা।

শুক্রবার (১৪ জুন) সাউদাম্পটনে মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ ও স্বাগতিক ইংল্যান্ড। তাদের দ্বৈরথ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। পরিসংখ্যানের আলোকে দুদলের লড়াইয়ের খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ নানা তথ্য তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্য।

পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১০১, ইংল্যান্ড জয়ী: ৫১, উইন্ডিজ জয়ী: ৪৪, পরিত্যক্ত: ৫।

বিশ্বকাপ পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৬, ইংল্যান্ড জয়ী: ৫, উইন্ডিজ জয়ী: ১।

সম্ভাব্য একাদশ:

মার্ক উডের ইনজুরি নিঃসন্দেহে ইংলিশ শিবিরে বড় ধাক্কা। তবে এখনও তার ব্যাপারে আশা ছেড়ে দেয়নি দলটি। ম্যাচের দিন সকালে পর্যবেক্ষণ হবে তার। ফিটনেস টেস্ট উতরাতে পারলে ম্যাচে থাকবেন তিনি। যদিও এখনও গোড়ালি ফুলে আছে বলে জানিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। শেষ পর্যন্ত ঝুঁকি নাও নিতে পারে দলটি। তবে দলটির জন্য স্বস্তির খবর দলে ফিরেছেন মইন আলি। কন্যা সন্তানের বাবা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে ছিলেন না তিনি।

অন্যদিকে উইন্ডিজ শিবিরেও আছে দুশ্চিন্তা। ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি আন্দ্রে রাসেল। তবে ম্যাচে তাকে পেতে আশাবাদী উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। রাসেল খেলতে না পারলে কেমার রোচ একাদশে ঢুকতে পারেন। এছাড়া ক্রিস গেইলের সঙ্গে ইনিংস ওপেন করতে দেখা যেতে পারে এভিন লুইসকেই।

ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট ও জোফরা আর্চার।

উইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্শ, শেল্ডন কটরেল ও ওশান থমাস।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago