মোদির নীতি পরিকল্পনা কমিটির বৈঠকে যাচ্ছেন না মমতা ও চন্দ্রশেখর

Niti Ayug
নীতি আয়োগের প্রথম সরকারি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: দ্য স্টেটসম্যান

ভারতের রাষ্ট্রপতি ভবনে আজ (১৫ জুন) নীতি আয়োগের পঞ্চম সরকারি কাউন্সিলের বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নতুন সরকার গঠনের পর এই প্রথম পরিকল্পনা কমিটির বৈঠক হতে যাচ্ছে। সেখানে মাওবাদী অধ্যুষিত জেলার কৃষি সমস্যা, খরা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে রাজ্যেগুলোর মুখ্যমন্ত্রী, কেন্দ্র শাসিত অঞ্চলের রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে অস্বীকার করে বলেছেন, “এই বৈঠক ফলহীন, কারণ রাজ্যকে সমর্থন যোগানোর মতো কোনো আর্থিক ক্ষমতা নেই নীতি আয়োগের।”

তেলেঙ্গানায় একটি সেচ প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় নীতি আয়োগের এই বৈঠকে অংশ নিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

Comments

The Daily Star  | English
India’s stance on Sheikh Hasina's extradition

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

16m ago