উইন্ডিজের তিন তারকাকে নিয়ে আলাদা পরিকল্পনায় বাংলাদেশ

ক্রিস গেইল সেভাবে ধারাবাহিক হয়তো নন, কিন্তু যে দিন ব্যাটে-বলে লেগে যায়, সেদিন তছনছ করে দেন সব। আন্দ্রে রাসেল সেই তুলনায় এখন আরও বিস্ফোরক। সারাক্ষণই তেতে থাকেন, প্রায়ই উত্তাল হয়ে যায় তার ব্যাট। আর বাংলাদেশের বিপক্ষে নামলেই যেন সেঞ্চুরি করবেন, এমন ধাঁচে ব্যাট চালান শেই হোপ। এই তিন বিপজ্জনক ব্যাটসম্যানকে থামাতে আলাদা পরিকল্পনা আঁটছে বাংলাদেশ।

বাংলাদেশের বোলারদের জন্য এই তিনজনই হতে পারেন ভয়ের কারণ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানালেন এই ভয়ঙ্কর তারকাদের জন্য আলাদা ভাবনা-পরিকল্পনা রয়েছে দলের,  ‘তাদের খেলা দেখেছি। কিছু ভাবনা-পরিকল্পনা তো আছেই। তারা ভীষণ বিপজ্জনক খেলোয়াড়, তাদের আটকে রাখতে হবে, আউট করে নিয়ন্ত্রণ নিতে হবে। এছাড়া তাদের দলে অন্যরাও আছে। তবু আমি নিশ্চিত, দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো খেলব।’

গেইল-রাসেল নিজেদের দিনে ঝড় তুলবেন। তাদের মতো বিধ্বংসী না হলেও একইসঙ্গে আক্রমণাত্মক অথচ ধারাবাহিক খেলে রানের চাকা বরাবরই সচল রাখেন হোপ। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৯ ইনিংসে ব্যাট করে ৯৪.৫৭ গড়ে রান তুলেছেন তিনি। সেঞ্চুরি আর ফিফটি পেয়েছেন তিনটি করে।

এই ডানহাতিকে তাই নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে ওয়ালশের, ‘সে আমাদের বিপক্ষে দারুণ খেলেছে। বিশ্বকাপের আগে অসম্ভব ভালো একটা টুর্নামেন্ট খেলে এসেছে। সে খুব ভালো খেলোয়াড়। যদি আমাদের পরিকল্পনাগুলোর প্রয়োগ চাই, তবে আমাদেরকে নিজেদের কাজে মন দিতে হবে।’

আগামী সোমবার (১৬ জুন) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টন্টনে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

10m ago