ভারতকে পেছনে ফেলে আবার এগিয়ে অস্ট্রেলিয়া

ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটি নিজেদের করে নিয়েছিল ভারত। তবে সে রেকর্ড আবার হস্তগত করেছে অসিরা। এদিন অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে আবারও এগিয়ে গেছে দলটি। বিশ্বকাপে অসিদের সেঞ্চুরি সংখ্যা এখন ২৮টি। আর ফিঞ্চের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে অস্ট্রেলিয়া।

বল টেম্পারিং কাণ্ডে স্টিভ স্মিথের নিষেধাজ্ঞায় হুট করেই অসি দলের নেতৃত্বের দায়িত্ব পান ফিঞ্চ। শুরুটা যেমন তেমন, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন এ তারকা। শেষ ১০ ম্যাচের সাতটি ইনিংসই পঞ্চাশোর্ধ। তার তিনটিই আবার পরিণত করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। এদিন বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি আদায় করে নেন অধিনায়ক। অস্ট্রেলিয়ার তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপে করলেন সেঞ্চুরি। এর আগে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। এর মধ্যে পটিংয়ের সেঞ্চুরি ৪টি।

আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সেঞ্চুরিটি হতে পারতো। অল্পের জন্য হাতছাড়া করেছেন। রানের গতি বাড়াতে গিয়ে হয়েছেন মোহাম্মদ আমিরের শিকার। তবে এদিন কোন ভুল করেননি। রানের গতি সচল রেখেই নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে আদায় করে নেন সেঞ্চুরি। ব্যক্তিগত ৯৫ রানে মিলিন্দা সিরিবর্ধনেকে লংঅন সীমানার উপর দিয়ে ছক্কা মেরেই তিন অঙ্ক স্পর্শ করেন ফিঞ্চ।

এদিন টস হেরে ডেভিড ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ফিঞ্চ। এক প্রান্তে দেখে শুনে খেলতে থাকেন ওয়ার্নার। তবে অপর প্রান্তে রানের গতি সচল রাখার দায়িত্বটা নেন অধিনায়ক ফিঞ্চ। সাবলীল ব্যাট করে ৫৩ বলের ৭টি চারের সাহায্যে পৌঁছান হাফসেঞ্চুরিতে। এরপরের ফিফটি তুলতে বল খেলেন ৪৪টি। এ সময় ১টি চার ও ৪টি ছক্কা মেরেছেন অধিনায়ক।

শেষ ১০ ইনিংসে ফিঞ্চের ফর্ম অসাধারণ - ১১৬, ১৫৩*, ৯০, ৩৯, ৫৩, ৬৬, ৬, ৩৬, ৮২, ১১৬* (আজকের ম্যাচে এখনও অপরাজিত)। যার মধ্যে ৬টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। আর এ ছয় ম্যাচে তার সংগ্রহ ৫৩৩ রান! যার মধ্যে আছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। দুবাইয়ে তার ব্যাটে চড়েই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল তারা। ৫ ম্যাচে করেছিলেন ৪৫১ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসিদের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ২১০ রান। ফিঞ্চ ব্যাট করছেন ১১৬ রানে। তার সঙ্গী স্মিথ উইকেটে আছেন ৪৭ রানে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago