নিজেদের শক্তিতে বিশ্বাস রেখে জিততে প্রত্যয়ী কোহলি

virat kohli
ছবি: রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে কখনোই পাকিস্তানের কাছে হারেনি ভারত। এবারেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিরাট কোহলি বাহিনী। সরাসরি না বললেও ভারতের দলনেতা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, নিজেদের শক্তিমত্তার ওপর বিশ্বাস রেখে পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী তারা।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে যে উন্মাদনা কাজ করে, তা ক্রিকেট তো বটেই- যে কোনো ক্রীড়া প্রতিযোগিতাতেই বিরল। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক তো বলেই দিয়েছেন, বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানে ফাইনালের আগেই আরেকটি ফাইনাল!

২০০৭ আসর বাদে ১৯৯২ থেকে প্রতিটি আসরে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দুদলের ছয়বারের দেখায় একবারও জেতেনি পাকিস্তান। ইমরান খানের সেই বিশ্বকাপজয়ী দল থেকে শুরু করে ওয়াসিম আকরাম-শহিদ আফ্রিদি-মিসবাহ উল হকরা কেউই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পাননি। প্রতিবারই শেষ হাসি হেসেছে ভারত।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই কোহলি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, 'আমরা জানি তাদের দলে প্রতিভার অভাব নেই। কিন্তু আমরা এটাও জানি, যদি আমরা (ব্যক্তিগতভাবে) ভালো খেলি, তাহলে আমরা দল হিসেবে খুবই ভালো খেলি। প্রথম দুটি ম্যাচে (দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া) আমরা তা দেখতে পেয়েছি।'

'আমরা নিখুঁত পারফরম্যান্স উপহার দিয়েছি। আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি, যা আমাদের করা উচিত। প্রতিপক্ষ কী করতে পারে বা আমাদের জন্য কাজটা কতটা কঠিন করে দিতে পারে, তার ওপর আমরা অতিরিক্ত মনোযোগ দিতে চাই না। আমাদের নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে।'

'আমি বিশ্বাস করি, যদি আমরা দল হিসেবে ভালো খেলি, আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি। প্রথম দুই ম্যাচে আমরা সে ধরনের আত্মবিশ্বাস নিয়েই খেলেছি এবং একইরকমভাবে পরের ম্যাচগুলোতেও আমরা তা চালিয়ে যেতে চাই।'

রবিবার (১৬ জুন) দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়বে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

Comments

The Daily Star  | English
enforced disappearance in Bangladesh

Enforced disappearance: Anti-terror law abused most to frame victims

The fallen Sheikh Hasina government abused the Anti-Terrorism Act, 2009 the most to prosecute victims of enforced disappearance, found the commission investigating enforced disappearances.

9h ago