বাবা দিবসে এই গানগুলো শুনতে পারেন

Baba
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

আজ বিশ্ব বাবা দিবস। বাবা সন্তানের বন্ধন চিরদিনের। তাই বলা চলে, প্রতিদিনই বাবা দিবস। বাবা আর সন্তানের ভালোবাসায় কোনো দিবস লাগে না। ক্ষতি কী যদি এর মধ্যে একটি দিন আনুষ্ঠানিকতায় বাবাকে মনে করার, ভালোবাসার ও কাছে থাকার হয়। বাবা ও সন্তানকে নিয়ে রচিত হয়েছে অনেক অনেক গান। সেসব গানের কথা, সুর, গায়কী মনের ভেতরে অদ্ভুত এক আলোড়ন তোলে। কালজয়ী এমন কয়েকটি গান নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের আয়োজন।

‘আমার বাবার মুখে’

এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’ আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গানটি প্রকাশ পায় ১৯৮৪ সালে। বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ ছবিতে বাবাকে নিয়ে এই অনবদ্য গানটি ব্যবহার করা হয়েছে। । 

‘বাবা বলে গেল’

শামীমা ইয়াসমিন দিবার গাওয়া ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’ গানটি আমজাদ হোসেনের কথা ও আলাউদ্দিন আলীর সুরে ১৯৮১ সালে রেকর্ডিং হয়। আমজাদ হোসেন পরিচালিত ‘জন্ম থেকে জ্বলছি’ চলচ্চিত্রে এ গানটি ব্যবহৃত হয়।

‘বাবা বলে ছেলে নাম করবে’

কণ্ঠশিল্পী আগুনের গাওয় ‘বাবা বলে ছেলে নাম করবে’। প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সুরারোপ করেছেন আলম খান।

‘বাবা’

নগর বাউল জেমসের কণ্ঠে ‘মা’ গানটি বলা চলে রীতিমত রেকর্ড তৈরি করেছিলো। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘হারজিৎ’ অ্যালবামে জেমস গেয়েছিলেন ‘বাবা’ শিরোনামের আরেকটি গান। বাবা হারানো ছেলের আকুতি ছিলো গানটিতে। গানটির আবেদন অটুট থাকবে অনেকদিন।

‘বাবা তোমার কথা মনে পড়ে’

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বাবা তোমার কথা মনে পড়ে’ গানটি নব্বই দশকে প্রকাশ পায়। বাবাকে নিয়ে গাওয়া এ গানটি স্থান পায় তার ‘প্রেম তুমি কি?’ শিরোনামের অ্যালবামে। গানটির কথা ও সুর রচনা করেছেন আইয়ুব বাচ্চুর নিজেই।

‘বাবা নেই’

আসিফ আকবরের গাওয়া ‘বাবা নেই’ গানটিও বেশ জনপ্রিয়। ‘বাবা নেই বাবা নেই, মানতে পারিনা কিছুতেই’ এমন কথার গানটি লিখেছেন প্রদীপ সাহা। সুর ও সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ।

‘আয় খুকু আয়’

‘আয় খুকু আয়’ গানটি বাবা আর সন্তানের মায়াময় এক গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভি বালোসারার সুরে গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago