বসতভিটার জমির দ্বন্দ্বে বড় ভাইকে খুন!
কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার জায়গা-জমি বিরোধের জেরে ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার উপকূলীয় ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার উপকূলীয় ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় মৃত নুরুল হকের বড় ছেলে বদিউল আলমের সঙ্গে ছোট ছেলে মনিরুল হকের বসতভিটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল হামিদ শনিবার সন্ধ্যার দিকে বৈঠক করে দুই ভাইয়ের মধ্যে মীমাংসার চেষ্টা চালান। এর পরও তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ও একপর্যায়ে ছোট ভাই মনিরুল একটি লোহার রড দিয়ে বদিউল আলমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বদিউলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের পটিয়ায় রাত ১০ টায় তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা হয়নি।
Comments