‘অনেক সময় দলের ভালোর জন্যও অভিনয় করতে হয়’
নিউজিল্যান্ডের কাছে ভুল কৌশলে হার আর ব্রিস্টলের বৃষ্টিতে পয়েন্ট খুইয়ে নেতিয়ে পড়েছিল বাংলাদেশ। অনেকটা মনমরা শরীরী ভাষা নিয়ে তাই টন্টনে এসেছিলেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে বেশ খানিকটা ফাঁকা সময় মিলেছে। মনের জমিনে জমা হওয়া কালো মেঘ সরাতে পেরেছেন কেউ কেউ। অনুশীলনে ফুরফুরে মেজাজ দেখে অন্তত তাই মনে হওয়ার কথা। অধিনায়ক মাশরাফি মর্তুজা জানান, সবার মনের খবর জানা আসলে শক্ত। নিজে খারাপ থাকলেও অনেক সময় দলের ভালোর জন্য হাসিখুশি ভানও করতে হয় কাউকে কাউকে।
যারা রানে আছেন, বল হাতে যারা আছেন ছন্দে। তাদের নিয়ে চিন্তা নেই। কিন্তু যাদের সময়টা যাচ্ছে খারাপ। দলে অবদান রাখতে না পারায় যারা আছেন চাপে। তাদের হালচাল আসলে কি? ক্যারিবিয়ানদের বিপক্ষে মানসিক আর শারীরিকভাবে চাঙ্গা হয়ে নামতে পারছে তো বাংলাদেশ?
বাংলাদেশ অধিনায়ক জানালেন, ‘শারীরিকভাবে আশা করি সবাই ঠিক আছে। আর মানসিক ব্যাপার নির্ভর করে আলাদা আলাদা ব্যক্তির উপর। অনেক সময় অভিনয় করতে হয় নিজে খারাপ থাকলেও। আন্তর্জাতিক ক্রিকেটটাই এরকম। অনেক সময় দলের ভালো জন্য অভিনয় করতে হয়। কাজেই আমি আশা করি, বিশ্বকাপে ভাল করতে হলে এক দুইজনের পক্ষে সম্ভব না, এক দুইজনের দায়িত্বও না। আবার যার খারাপ যাচ্ছে তার এভাবে চিন্তা করা উচিত না তার একারই দায়িত্ব। এভাবে ভাবলে হয় না।’
গত দুদিনের অনুশীলনে সবাইকেই মিলেছে ফুরফুরে মেজাজে। তাও যাদের মনে আছে খচখচানি, একটা জয় এলেই সব বদলে যাবে বলে বিশ্বাস অধিনায়কের, ‘বিশ্বকাপ জয়ী দলে দেখবেন সবাই একরকম খেলতে পারে না। উঠানামা থাকবে। যত সম্ভব দলের ভাল হয় লক্ষ্য রাখা দরকার, সেটা আমি চেষ্টা করছি। একটা জয় হয়তবা দলকে আরও বোস্টআপ করবে।’
Comments