বড় জয় দিয়ে কোপা শুরু করল উরুগুয়ে
দাপুটে জয় দিয়ে কোপা আমেরিকার এবারের আসর শুরু করেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা বিধ্বস্ত করেছে দশ জনের ইকুয়েডরকে।
সোমবার (১৭ জুন) ভোরে বেলো হরিজন্তেতে 'সি' গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে উরুগুয়ে। প্রথমার্ধেই লা সেলেস্তেরা আদায় করে নেয় তিন গোল। বিরতির পর ব্যবধান আরও বাড়ে।
নিকোলাস লেদেইরোর গোলে এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান উরুগুয়ের সেরা দুই তারকা এদিনসন কাভানি ও লুইস সুয়ারেজ। এরপর ইকুয়েডরের ডিফেন্ডার আর্তুরো মিনার আত্মঘাতী গোলে বড় জয় নিশ্চিত হয় অস্কার তাবারেজের শিষ্যদের।
আগামী শুক্রবার (২১ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে উরুগুয়ে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর পাঁচটায়। পরদিন একই সময়ে চিলির বিপক্ষে খেলবে ইকুয়েডর।
দিনের আগের ম্যাচে 'বি' গ্রুপে ২-২ গোলে ড্র করে কাতার ও প্যারাগুয়ে। অস্কার কারদোজো ও দার্লিস গঞ্জালেজের লক্ষ্যভেদে ম্যাচের ৫৬ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে।
এরপর শুরু কাতারের ঘুরে দাঁড়ানোর লড়াই। ৬৮তম মিনিটে আলমোয়েজ আলী ও ৭৭তম মিনিটে বোয়ালেম খৌকি জালের ঠিকানা খুঁজে পেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে এবারের কোপায় আমন্ত্রিত এশিয়ার দলটি।
Comments