আফগানিস্তান-শ্রীলঙ্কার বিপক্ষে নেই রয়

jason roy
ছবি: রয়টার্স

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বিস্ফোরক ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়কে বিশ্বকাপের আগামী দুটি ম্যাচে পাচ্ছে না ইংল্যান্ড। তবে দলটির অধিনায়ক ইয়ন মরগান পিঠের ব্যথা থেকে সেরে উঠেছেন।

আগামীকাল মঙ্গলবার (১৮ জুন) আফগানিস্তান এবং শুক্রবার (২১ জুন) শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। এই দুটি ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে রয়কে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশদের সবশেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রয়। একই ম্যাচে চোট পান মরগানও। দুজনই উইন্ডিজ ইনিংস চলাকালে মাঠ ছেড়ে চলে যান। এরপরও আর ব্যাটিংয়েও নামেননি।

সুস্থ হয়ে উঠলেও আফগানদের বিপক্ষে মরগানের খেলাটা এখনও নিশ্চিত নয়। ম্যাচ শুরুর আগে তার মাঠে নামার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে ৩ ইনিংসে ব্যাটিং করে ২১৫ রান করেছেন রয়। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন এবারের আসরের সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংস। সমানসংখ্যক ইনিংসে বাঁহাতি মরগানের সংগ্রহ ১০১ রান।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago